সিলেট ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৪৩ পূর্বাহ্ণ, জুলাই ১৪, ২০১৬
আন্তর্জাতিক ডেস্ক : মেক্সিকোর পর্যটনকেন্দ্র কানকুনের ক্যারিবিয়ান সৈকতের একটি কারাগার থেকে মঙ্গলবার রাতে ১০ বন্দি পালিয়েছে। কুইন্তানা র” রাজ্যের জন নিরাপত্তা বিভাগের এক নারী মুখপাত্র বার্তা সংস্থা এএফপি’কে বলেন, কারা কর্মকর্তারা পলাতক বন্দিদের সম্পর্কে তথ্য যোগাড় করছেন। তবে পালতকদের মধ্যে কয়েকজনকে ‘অত্যন্ত বিপজ্জনক’ হিসেবে বিবেচনা করা হচ্ছে।
তিনি বলেন, স্থানীয় সময় রাত ৯ টা ১০ মিনিটের দিকে (গ্রিনিচ মান সময় ০২১০) কারা কর্মকর্তারা বুঝতে পারেন ১০ বন্দি পালিয়ে গেছে। তিনি এ ব্যাপারে বিস্তারিত আর কোন তথ্য জানাননি।
স্থানীয় গণমাধ্যমে বলা হয়, কারাগারের মধ্যে দুটি মাদক চক্রের সদস্যরা বন্দি ছিল। কারাগারে বন্দিদের মধ্যে মারামারির সময় গোলযোগের সুযোগে তারা পালিয়ে যায়। ধারণ ক্ষমতার চেয়ে অতিরিক্ত বন্দি রাখার ব্যাপারে মেক্সিকোর কারাগারগুলোর দুর্নাম রয়েছে। এখানে বন্দিদের গাদাগাদি করে অস্বাস্থ্যকর পরিবেশে রাখা হয়। জাতীয় মানবাধিকার কমিশনের একটি প্রতিবেদনে দেখা গেছে বন্দিরাই ৭১টি রাজ্য কারাগার নিয়ন্ত্রণ করে।
দেশটিতে প্রায়ই বন্দি পালানোর ঘটনা ঘটে। গত মাসে এক কারাদাঙ্গা চলার সময় ৩ বন্দি পালিয়ে যায়। কারাগারটি মেক্সিকো সিটির বাইরে অবস্থিত।
Design and developed by ওয়েব হোম বিডি