মেঘনায় ১১ লাখ লিটার জ্বালানি তেল নিয়ে ডুবল জাহাজ

প্রকাশিত: ৬:২৭ অপরাহ্ণ, ডিসেম্বর ২৫, ২০২২

মেঘনায় ১১ লাখ লিটার জ্বালানি তেল নিয়ে ডুবল জাহাজ

সুরমা মেইল ডেস্ক :
ভোলার মেঘনা নদীতে একটি কার্গোর ধাক্কায় তলা ফেটে আরেকটি ডিজেলবাহী কার্গো জাহাজ অর্ধ-নিমজ্জিত হয়েছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি, ১২ জনকে জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড। তবে কার্গোটি থেকে ডিজেল নদীতে পড়ে গেছে।

 

রোববার (২৫ ডিসেম্বর) ভোরে মেঘনার তুলাতলী পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনা কবলিত কার্গোর নাম এসভি সাগর নন্দনি-২। এটি চট্টগ্রাম থেকে ঢাকার দিকে যাচ্ছিল। এতে প্রায় ১১ লাখ লিটার ডিজেল ছিল।

 

কোস্টগার্ড জানিয়েছে, ভোরে চট্টগ্রাম থেকে এমভি সাগর নন্দনি-২ নামে একটি ডিজেলবাহী জাহাজ ঢাকার দিকে যাচ্ছিল। ভোর ৫টার দিকে ঘন কুয়াশার কারণে এ কার্গোর সঙ্গে মাঝ নদীতে নোঙর করা আরেকটি কার্গোর ধাক্কা লাগে। এতে ডিজেলবাহী কার্গোর তলা ফেটে নদীতে অর্ধ-নিমজ্জিত হয়। খবর পেয়ে কোস্টগার্ডের একটি দল ঘটনাস্থলে গিয়ে জাহাজের শ্রমিকদের উদ্ধার করে।

 

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন ফকির জানান, খবর পেয়ে পুলিশ, কোস্টগার্ড, নৌ পুলিশের একটি দল তেল অপসারণের চেষ্টা চালাচ্ছে।


সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com