মেঘনা গ্রুপের কারখানায় আগুন, দগ্ধ ৭ শ্রমিক

প্রকাশিত: ৬:৪৬ অপরাহ্ণ, মে ২৫, ২০১৬

মেঘনা গ্রুপের কারখানায় আগুন, দগ্ধ ৭ শ্রমিক

download (1)

সুরমা মেইল নিউজ : নারায়ণগঞ্জের সোনারগাঁও থানাধীন মেঘনা ঘাটে অবস্থিত মেঘনা শিপ ক্র্যাসিং কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৭ শ্রমিক দগ্ধ হয়েছেন। এদের মধ্যে ৩ জনের অবস্থা গুরুতর বলে চিকিৎসক জানিয়েছেন। বুধবার (২৫ মে) বিকেল সাড়ে ৩টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হলে ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে শ্রমিকরা আগুন নিয়ন্ত্রণে আনে।

অগ্নিদগ্ধরা হলেন- ফয়সাল (২৩), রানা (২২), আব্দুল হাই (২৫), মাহবুব (৩২), হুমায়ুন কবির (৩৫), মাসুদুর রহমান (৩৩) ও মোতালেব (২৮)।

বিকেল সোয়া ৫টার দিকে দগ্ধ ৭ শ্রমিককে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগে নিয়ে আসেন ওই মিলের সহকারী ম্যানেজার ইজাবুল হক।

এদিকে বার্ন ইউনিটের আবাসিক সার্জন পার্থ শঙ্কর পাল জানিয়েছেন- দগ্ধদের মধ্যে ফয়সাল, মাহবুব ও মাসুদুর রহমানের অবস্থা আশঙ্কাজনক। এদের শ্বাসনালী পুড়ে গেছে।

এদিকে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অ্যাভিয়েশনের সদর দপ্তরে যোগাযেগা করা হলে নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা এনায়েত উল্লাহ জানিয়েছেন- অগ্নিকাণ্ডের ঘটনাটি আমরা কিছুক্ষণ আগে জানতে পেরেছি। আমাদের ৩টি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে।

অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে দগ্ধ শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়- মিলের ভেতরে ওয়াল্ডিংয়ের কাজ করার সময় আগুনের ফুলকি কেমিক্যালের ড্রামে গিয়ে পড়লে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে কেমিক্যাল থেকে সেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com