সিলেট ২৩শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৩৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১২, ২০২৫
মরদেহ ঘিরে স্বজন ও এলাকাবাসী।
নিজস্ব প্রতিবেদক :
ভারতের মেঘালয় পাহাড়ের গহিনে চোরাচালানের কয়লা আনতে গিয়ে কোয়ারি ধসে ফের রজব আলী নামে এক বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন।
নিহত রজব সুনামগঞ্জের তাহিরপুরের সীমান্ত গ্রাম লাকমা পশ্চিমপাড়ার মৃত সমশের আলীর ছেলে।
বুধবার (১২ জানুয়ারি) বেলা ১২টার পর কোন এক সময়ে সিলেট সেক্টরের ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সুনামগঞ্জের তাহিরপুরের টেকেরঘাট কোম্পানি সদরের চারাগাঁও বিওপির ওপারে মেঘালয় পাহাড়ে ওই শ্রমিক নিহত হন।
বুধবার বিকেলে তাহিরপুর থানার টেকেরঘাট অস্থায়ী পুলিশ ক্যাম্পের টু আইসি, লাকমা, চারাগাঁও সীমান্ত গ্রামের বাসিন্দারা ও স্থানীয় ইউপি সদস্য বিষয়টি নিশ্চিত করেন।
বুধবার বিকেলে তাহিরপুর থানার টেকেরঘাট অস্থায়ী পুলিশ ক্যাম্পের টু আইসি বলেন, উপজেলার লাকমা পশ্চিম পাড়ায় নিহতের বাড়িতে ডসয়ে জানতে পারি ভারতে কয়লা আনতে গিয়ে কোয়ারি ধ্বসে রজব আলী নিহত হয়েছেন। লাশ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
উল্লেখ্য, গত ৭-৮ মাসে রজব আলীসহ কমপক্ষে ১৬ শ্রমিক মেঘালয় পাহাড়ের গহিনে চোরাচালানের কয়লা আনতে গিয়ে নিহত হয়েছেন বলে জানিয়েছেন সীমান্তের বাসিন্দারা।
জানা গেছে, উপজেলার চারাগাঁও সীমান্তের আওয়াল মিয়া, সংসার পাড়ের ইউনিয়ন যুবদলের কথিত নেতা হাবিবুর রহমান হবি (মামলার আসামি), শফিকুল ইসলাম ভৈরব্যা (মামলার আসামি), নওমুসলিম দিপক (মামলার আসামি) সহ বেশ কয়েকজনের অধীনে মঙ্গলবার (১১ জানুয়ারি) মধ্যরাতে চারাগাঁও বিওপির ওপারে সীমান্তের শুন্য রেখা অতিক্রম করে একাধিক সীমান্ত গ্রামের শতাধিকের উপর শ্রমিকের সঙ্গে লাকমা পশ্চিমপাড়ার রজব আলী চোরাচালানের কয়লা আনতে যায়।
ভারতের মেঘালয় পাহাড়ের গহিনে থাকা কোয়ারিতে পালাক্রমে রাত থেকে বুধবার বেলা ১২টা অবধি কয়লা উত্তোলন করতে গিয়ে কোয়ারি ধসে কয়েকজন আহত হন। ওই সময় রজব আলী কোয়ারি ধসে কোয়ারির ভেতরই নিহত হন।
অন্য শ্রমিকরা বুধবার বিকেল চারটার পর বিজিবি ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের নজর এড়িয়ে কৌশলে লাশ গ্রামের বাড়ি লাকমা পশ্চিম পাড়ায় পৌঁছে দিয়ে সটকে পড়েন।
মঙ্গলবার মদ্যরাত পরবর্তী রাত তিনটা থেকে চারাগাঁও বিওপির চারাগাঁও মাইহহাটির মোড় হয়ে শতাধিক ব্যাটারীচালিত অটোরিক্সা বোঝাই করে কলাগাঁও বাজার হয়ে চোরাচালানের দেড় থেকে দুই শাধিক মেট্রিকটন কয়লা পাথর ঘাটায় নিয়ে গিয়ে ইঞ্জিন চালিত ট্রলারে লোড করে সড়িয়ে নেয়া হয় দেশের বিভিন্ন ইটভাটা ও কয়লা বিক্রির মোকামে।
অভিযোগ রয়েছে- ওই রাতে জিবিজির নিয়মিত টহল দল অনতিদূরে দাঁড়িয়ে শুল্ক ফাঁকি দিয়ে নিয়ে আসা চোরাচালানোর কয়লা নিরাপদে সড়িয়ে নিতে গোপনে সহযোগিতা করেন।
একই সাথে ওই রাতের কয়লা চোরাকারবারিদের সোর্স, পুলিশ, বিজিবি, কথিত সাংবাদিক সহ জনপ্রতিনিধিদের নামে চোরাচালানের কয়লা সড়িয়ে নেয়ার বিপরীতে সীমান্তে তৎপরতা প্রদর্শন স্যাটেল বা চাঁদা আদায়ে ব্যস্ত ছিলেন কথিত সোর্স আওয়াল, হাবিবুর রহমান হবি, শফিকুল ইসলাম ভৈরব্যা, নওমুসলিম দিপক।
বুধবার বিকেলে একাধিক শ্রমিক এসব তথ্য নিশ্চিত করেন। কয়লার চোরাচালান প্রসঙ্গে জানতে চাইলে তারা বলেন, চারাগাঁও সীমান্তের আওয়াল, হাবিবুর রহমানন হবি, শফিকুল ইসলাম ভৈরব্যা, নওমুসলিম দিপক এরা সব কিছু ম্যানেজ করেই তো কয়লা চোরাচালান করাচ্ছে।
উপজেলার চারাগাঁও সীমান্তের ওপারে শ্রমিক নিহত, কয়লা চোরাচালানে সম্পৃক্ততার অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি সংসার পাড়ের হাবিবুর রহমান হাবি ওরফে পাতলা হাবি বলেন, আগে আওয়ামী লীগের আমলে কয়লা চোরাচালান হয়েছে, এখনও হচ্ছে, তবে এসবের সাথে আমি জড়িত না। চাঁন মিয়া সোহাগ, আওয়াল, দিপক, সোহাগ এরাই এসবের সাথে জড়িত।
বুধবার বিকেলে ২৮ বিজিবির চারাগাঁও বিওপির নায়েব সুবেদারের নিকট থাকা সরকারি মোবাইল ফোনে কল করে সীমান্তের ওপারে কয়লা কোয়রি ধ্বসে রজব আলী নামে এক শ্রমিক নিহত হওয়ার বিষয়ে জানতে চাইলে বিজিবি সিপাহী আসাদ নামে একজন ফোন কল রিসিভ করে বলেন, স্যার (নায়েব সুবেদার বিল্লাল) বাহিরে আছেন।
কয়লা চোরাচালানে থানা পুলিশ, টেকেরঘাট অস্থায়ী পুলিশ ক্যাম্পের কিছু কর্মকর্তার জড়িত থাকার অভিযোগ ও কয়লা শ্রমিক রজব আলীর কয়লা কোয়ারি ধ্বসে নিহত হওয়া প্রসঙ্গে জানতে চাইলে তাহিরপুর থানার টেকেরঘাট অস্থায়ী পুািলশ ক্যাম্পের ইনচার্জ (আইসি) এসআই আবীর দাস বলেন, আমি ছুঁটিতে আছি।
একই প্রসঙ্গে জানতে চাইলে নিহত রজব আলীর বাড়িতে থাকা টেকেরঘাট অস্থায়ী পুলিশ ক্যাম্পের টু আইসি এএসআই কার্তিক বলেন, রজব আলী কয়লা আনতে গিয়ে নিহত হয়েছেন ঠিকই, কিন্তু কয়লা চোরাচালানে পুলিশী সম্পৃক্ততার কথা সত্য নয়।
(সুরমামেইল/এইচএসএ)
উপদেষ্টা খালেদুল ইসলাম কোহিনুর
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি