মেজরটিলায় ছাত্রলীগের অভ্যন্তরীন বিরোধের জের ভাংচুর-লুটপাট: থানায় মামলা

প্রকাশিত: ৩:০৬ অপরাহ্ণ, জানুয়ারি ৩, ২০১৬

মেজরটিলায় ছাত্রলীগের অভ্যন্তরীন বিরোধের জের ভাংচুর-লুটপাট: থানায় মামলা

l

সুরমা মেইল নিউজ: অভ্যন্তরীন বিরোধেভাংচুর-লুটপাটের ঘটনায় শাহপরান থানায় ছাত্রলীগের প্রতিপক্ষ গ্রুপের ১৩ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। কাইয়ুম কমপ্লেক্সের সত্বাধিকারী ও সাবেক ছাত্রলীগ নেতা কাইয়ুম চৌধুরী বাদী হয়ে এ মামলা দায়ের করেন। শাহপরান থানার ওসি নিজাম উদ্দিন চৌধুরী মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার আসামীদের মধ্যে রয়েছেন-সাবেক ছাত্রলীগ নেতা আলী হোসেন ও আফজল কবির, জেলা ছাত্রলীগ নেতা আলী হোসেন, জাকারিয়া মাহমুদ,জেলা শাখার সাংগঠনিক সম্পাদক সায়েম আহমদ,মিজান, সুহেল মিয়া,রাসেল, জুবের খান, লিটন, বিষ্ণু দেব ও শাহীন আহমদ। অন্য এক আসামীর নাম জানা যায়নি। ওসি নিজাম উদ্দিন চৌধুরী জানান, পুলিশ মামলার আসামীদের গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে। মেজরটিলা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। শনিবার রাতে জেলা ছাত্রলীগের বর্তমান সাধারণ সম্পাদক এম রায়হান চৌধুরী এবং সাবেক সভাপতি নিপু-কামরুল-জাহাঙ্গীর গ্রুপের মধ্যে অভ্যন্তরীন বিরোধের জেরে শহরতলীর মেজরটিলায় ফিজার শো রুম ও একটি প্রাইভেট জীপ ভাংচুর হয়েছে। এ সময় একটি প্রাইভেট ব্যাংকেও হামলা-ভাংচুরের চেষ্টা চালানো হয়। এতে কয়েক লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়। খবর পেয়ে পুলিশ ও র‌্যাব সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com