সিলেট ১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:২২ পূর্বাহ্ণ, জুলাই ১৫, ২০১৬
লাইফস্টাইল : নারীদের সঙ্গে মিশতে গিয়ে বিপাকে পড়েন অনেক পুরুষই। যতই তাদের সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করেন, ততই যেন দূরে সরে যায় তারা। কিন্তু কেন হয় এমনটা? এখানে সম্ভাব্য কিছু কারণের কথা বলা হল, যার কারণে আপনাকে নারীরা এড়িয়ে চলতে পারে।
-নারীদের দেখলেই আপনি ঘাবড়ে যান। তাদের সঙ্গে মেলামেশায় আপনি তেমন অভ্যস্ত নন। ফলে নারীদের সঙ্গে কথা বলার সময় এলেই আপনি ঘেমে অস্থির হয়ে যান। মেয়েরা তাই আপনাকে এড়িয়ে চলে।
-কোনো মেয়ে আপনার সঙ্গে একটু হেসে কথা বললেই আপনি ভেবে বসেন, সে নির্ঘাত আপনার প্রেমে পড়ে গিয়েছে। কিন্তু আদতে অধিকাংশ ক্ষেত্রেই ঘটনা তেমন নয়। ফলে আপনি যদি প্রেমে গদগদ হয়ে তার সঙ্গে মেলামেশা করতে শুরু করেন, তাহলে সে স্বভাবতই বিরক্ত হবে।
-আপনি ভয়ানকভাবে পৌরুষের অহঙ্কারে ভোগেন। মেয়ে মানেই বোকা, ন্যাকা—এমনটাই ধারণা আপনার। আপনার কথাবার্তা আচার-আচরণে সেই মানসিকতা প্রকাশ পেয়ে থাকে। স্বভাবতই মেয়েরা আপনাকে এড়িয়ে চলে।
-আপনার রসবোধ খুব খারাপ। কোনো মেয়ের সঙ্গে কী ধরনের রসিকতা করা উচিত, সেই জ্ঞান আপনার একেবারেই নেই। আপনি যদি এমন কোনো রসিকতা করেন যা অশালীন, কিংবা নারীদের পক্ষে অপমানজনক, তা হলে তারা আপনাকে অপছন্দ করবেই।
-আপনি জানেন না কোথায় থামতে হবে। কোনো মেয়ে কখন আপনাকে এড়িয়ে যেতে চাইছে, কখন সে চাইছে একা থাকতে তা তো কোনো মেয়ে আপনাকে স্পষ্ট করে বলবে না, বরং তার আচরণ থেকে এটা নিজেকেই বুঝে নিতে হবে। তা যদি না বোঝেন, তাহলে যে কোনো মেয়ের কাছে আপনি বিরক্তির কারণ হয়ে উঠবেন।
-আপনি সব সময়েই একজন প্রেমিকা জোটানোর জন্যে হন্য হয়ে ঘুরছেন। ফলে যেকোনো মেয়ের সঙ্গেই আলাপ হোক না কেন, আপনি সেই মেয়েকে নিজের প্রেমিকা করে তোলার জন্য একেবারে উঠেপড়ে লাগেন। মেয়েটির পক্ষে এটি খুব অস্বস্তিকর অভিজ্ঞতা কিন্তু।
-আপনি নোংরা এবং অগোছালো স্বভাবের। ব্যতিক্রম দুই একজন নারী ছাড়া সাধারণভাবে মেয়েরা পরিষ্কার পরিচ্ছন্ন পুরুষদেরই পছন্দ করে। কাজেই আপনি যদি নোংরা পোশাক, এলোমেলো চুল, কিংবা গায়ে ঘামের দুর্গন্ধ নিয়ে নারীসঙ্গ পেতে চান, তাহলে মেয়েরা আপনার থেকে দূরে সরে যাবে- এটাই স্বাভাবিক।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি