মেসির তুরস্ক সফর বাতিল

প্রকাশিত: ৫:০১ অপরাহ্ণ, জুলাই ১৬, ২০১৬

মেসির তুরস্ক সফর বাতিল

download (1)স্পোর্টস ডেস্ক : বার্সেলোনার সাবেক ফুটবলার স্যামুয়েল ইতোর আয়োজনে চ্যারিটি ম্যাচ খেলতে তুরস্ক সফরের কথা ছিল আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসির। তবে তুরস্কের বর্তমান সরকারকে হটিয়ে সেনা অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের যে চেষ্টার কারণে দেশটিতে সফর বাতিল করেছেন লিওনেল মেসি।

বার্সার নিজস্ব টুইটারে এক বিবৃতিতে জানানো হয় এফসি বার্সেলোনার ফুটবলার আন্দ্রেস ইনিয়েস্তা ও লিও মেসিদের ইতোর আয়োজনে একটি প্রীতি ম্যাচ খেলতে তুরস্কে যাওয়ার কথা ছিল। তবে তারা এখন স্পেনেই রয়েছে।

আরও বলা হয়, বার্সা ফুটবলার আরদা তুরান, সাবেক কার্লোস পুয়েল, ডেকো ও এরিক আবিদাল ও সাবেক ডিরেক্টর আলেহান্দ্র এচেভারিয়া তুর্কিতে রয়েছে। তবে তারা বিপদজনক অঞ্চল থেকে দূরে রয়েছে। আর তাদের সঙ্গে ক্লাবের যোগাযোগ রয়েছে।

উল্লেখ্য, তুরস্কে সেনাবাহিনীর ক্ষমতা দখলের চেষ্টায় রাজধানী আঙ্কারায় শুক্রবার রাত থেকে এখন পর্যন্ত ৬০ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে  অধিকাংশই বেসামরিক নাগরিক।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com