সিলেট ১৪ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:০৪ অপরাহ্ণ, জুন ১১, ২০১৬
স্পোর্টস ডেস্ক : লিওনেল মেসির হ্যাটট্রিকে পানামাকে ৫-০ গোলে হারিয়ে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা। এদিন খেলার ৬১ মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন মেসি। নেমেই পরপর তিন গোল করে দলকে বড় জয় এনে দেন এই বার্সা তারকা। এছাড়া একটি করে গোল করেছেন সার্জিও আগুয়েরো ও ওটামেন্ডি। এমন জয়েও শঙ্কার বিষয়, এদিন চোট পেয়ে মাঠ ছেড়েছেন ডি মারিয়া। ম্যাচের ৪৩ মিনিটে মাংসপেশির সমস্যা নিয়ে মাঠ ছাড়েন তিনি।
শনিবার সকালে শিকাগোর সলিডার ফিল্ডে শুরু হওয়া খেলার সাত মিনিটে ১-০ গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। ডি মারিয়ার ফ্রি কিকে হেড করে নিকোলাস ওটামেন্দি পানামার জালে বল ঢুকিয়ে দেন।
পানামার খেলোয়াড়দের মধ্যে শারীরিক শক্তি প্রদর্শনের চেষ্টা দেখা গিয়েছে। যার ফলশ্রুতিতে ম্যাচের ৩১ মিনিটে আর্জেন্টাইন ফরোয়ার্ড নিকোলাস গইতানকে চড় মেরে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন অ্যানিবাল চেসিস। ফলে ১০ জনের দলে পরিণত হয় পানামা। তবে এরপরও ভালো লড়াই করেছে তারা। প্রথমার্ধের বাকি সময় একের পর এক আক্রমণ করেও গোল পায়নি অার্জেন্টিনা। ম্যাচের ৪৩ মিনিটে সমর্থকদের দুশ্চিন্তায় ফেলে মাংসপেশির সমস্যা নিয়ে মাঠ ছাড়েন অ্যাঞ্জেল ডি মারিয়া।
বিতরি পর ম্যাচের ৬১ মিনিটে অগাস্তো ফার্নান্দেজের বদলি হিসেবে মাঠে নামেন লিওনেল মেসি। মাঠে নেমেই গোল উৎসবে মাতেন মেসি। ম্যাচের ৬৮ মিনিটে নিজেদের রক্ষণে বল ক্লিয়ার করতে গিয়ে শট নেন পানামার মিলার। কিন্তু তার শটটি হিগুয়েনের গায়ে লেগে ফিরে আসে গোলপোস্টের সামনে। সেখানে বল পেয়ে যান মেসি। সহজ সুযোগ হাতছাড়ান করেননি বার্সা তারকা। কোপা আমেরিকায় মাঠে নামার ৫ মিনিটের মধ্যে গোলের খাতা খুলেন তিনি।
কিন্তু প্রতিপক্ষের উপহার পাওয়া গোলে মনে ভরেনি মেসির। ৭৮ মিনিটে গােলপোস্টের ২৫ গজ দূর থেকে দৃষ্টিনন্দন এক ফ্রি কিক থেকে গোল আদায় করেন তিনি। গোলপোস্টের একেবারে কোন ঘেঁষে জালে জড়ানো ওই শটটি ঠেকানো বিশ্বের যে কোনও গোলকিপারের পক্ষেই প্রায় অসম্ভব।
ম্যাচের ৮৬ মিনিটে নিজের হ্যাটট্রিক পূরণ করেন মেসি। মার্কোস রোহোর পাস থেকে বল পেয়ে দুই ডিফেন্ডারের মাঝখান থেকে দারুণ ফুটওয়ার্কে জালে বল জড়ান তিনি। এর ঠিক দুই মিনিট পর পানামার কফিনে শেষ পেরেকটি ঠুকেন সার্জিও আগুয়েরো। শেষ পর্যন্ত ৫-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা।
উপদেষ্টা খালেদুল ইসলাম কোহিনুর
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি