মেসি ফ্যানক্লাবে নতুন সদস্য ভিক্টোরিয়া আজারেঙ্কা

প্রকাশিত: ৩:৫১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৯, ২০১৫

মেসি ফ্যানক্লাবে নতুন  সদস্য ভিক্টোরিয়া আজারেঙ্কা

Victoria-Azarenka1

সুরমা মেইলঃলিওনেল মেসি ফ্যানক্লাবে নতুন এক সদস্য নাম লেখালেন। যাঁর নাম  ভিক্টোরিয়া আজারেঙ্কা।

মার্কিন গায়ক রেডফু-র প্রাক্তন বান্ধবী, বেলারুশের এই সুন্দরী টেনিস প্লেয়ার এখন মজে মেসিতে। যুক্তরাষ্ট্র ওপেনের কোয়ার্টার ফাইনালের আগেও তাঁর মাথায় শুধুই ঘুরছে মেসি। ‘‘ফুটবল মাঠে মেসি যা করে সেটা এক কথায় অবিশ্বাস্য। আমি ভাগ্যবান এক বার বার্সেলোনার স্টেডিয়ামে বসে ওকে খেলতে দেখেছিলাম,’’ বলছেন আজারেঙ্কা।

এলএম টেনের এই সমর্থক যখন সময় পান টিভি খুলে মেসি-ম্যাজিক দেখতে বসে যান। ‘‘খুব আফসোস হচ্ছে বলিভিয়ার বিরুদ্ধে মেসির খেলা দেখতে পারলাম না। কারণ এখন একটু ব্যস্ততার মধ্যে আছি। কিন্তু পরের খেলাগুলো নিশ্চয়ই দেখার চেষ্টা করব,’’ বলছেন আজারেঙ্কা। মাঠে মেসির নড়াচড়া তাঁর কাছে কোনও ভিডিও গেমের ফুটবলারের মতোই। আজারেঙ্কা বলছেন, ‘‘মেসি মাঠে যেমন মসৃন ভাবে এগিয়ে যায়, সেটা দুর্দান্ত। ওকে দেখলে মনে হয় ভিডিও গেমের কোনও ফুটবলার।’’

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com