মেসি-রোকুজ্জোর বিয়ে ২৪ জুন!

প্রকাশিত: ৩:০১ অপরাহ্ণ, ডিসেম্বর ১৮, ২০১৬

স্পোর্টস ডেস্ক :: আর্জেন্টাইন তারকা লিওয়েন মেসি ও তার ছোটবেলার বন্ধু আন্তোনেল্লা রোকুজ্জো বিয়ের গুঞ্জনটা কদিন ধরেই শোনা যাচ্ছিল। তবে সেটি নিশ্চিত করা যাচ্ছিল না। এবার মেসি পরিবারের খুব কাছের একজন নিশ্চিত করলেন বিয়ের খবর।

সূত্র জানিয়েছে, আগামী বছর মেসির জন্মদিন ২৪ জুন বিয়ে করবেন মেসি-রোকুজ্জো।

ডেইলি মেইলসহ একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, বিয়ের জন্য বিশাল কোনো প্রাসাদ, রাজকীয় হোটেল বা দ্বীপ নয়; বরং আর্জেন্টিনার বাসভবন রোজারিওতেই বিয়ে করবেন দুজনে। এখানেই ছোটবেলায় রোকুজ্জোর সঙ্গে দেখা হয়েছিল মেসির।

১৩ বছর বয়সে আর্জেন্টিনা ছেড়ে বার্সেলোনায় আসার পর সম্পর্কে খানিকটা বিরতি। ২০০৮ সালে আনুষ্ঠানিকভাবে দুজনের মন দেওয়া–নেওয়ার শুরু। সেটা পূর্ণতা পায় ২০১০ সালে। মেসির সঙ্গে থাকার জন্য রোকুজ্জো চলে আসেন বার্সেলোনায়। এরপর থেকেই দুজনে বাস করছেন একই ছাদের নিচে।

এর মাঝেই তাদের জীবনে এসেছে দুই সন্তান। চার বছরের থিয়াগো আর এক বছরের মাতেওকে নিয়ে দুজনে ভালোই আছেন। এ সুখকে দীর্ঘস্থায়ী রূপ দিতেই বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন মেসি।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com