মেয়র আরিফুলের বরখাস্তের আদেশ স্থগিত

প্রকাশিত: ১:১৭ অপরাহ্ণ, মার্চ ১৩, ২০১৭

মেয়র আরিফুলের বরখাস্তের আদেশ স্থগিত

নিজস্ব প্রতিবেদক :: সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর সাময়িক বরখাস্তের আদেশ স্থগিত করেছেন হাইকোর্ট। এ আদেশের ফলে তার দায়িত্ব আর কোন বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবী।

সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি সৈয়দ দস্তগীর হোসেন ও বিচারপতি আকরাম হোসেনের সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চ সোমবার এ আদেশ দেন।

আরিফুল হক চৌধুরীর আইনজীবী ব্যারিস্টার আব্দুল হালিম কাফি এ তথ্য জানিয়েছেন।

আদালতে আরিফুল হকের পক্ষে ব্যারিস্টার কাফি ছাড়াও ব্যারিস্টার মঈনুল হোসেন শুনানীতে অংশ নেন। ২০১৪ সালের ৩০ ডিসেম্বর কিবরিয়া হত্যা মামলায় হবিগঞ্জের একটি আদালত আরিফুল হক চৌধুরীকে কারাগারে প্রেরণ করেন। এরপর ২০১৫ সালের ৭ জানুয়ারি আরিফুল হক চৌধুরীকে মেয়র পদ থেকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com