মেয়েদের উচিত পুরুষদের খুশি করা, যেমন সানি লিওন?

প্রকাশিত: ১:৩৯ অপরাহ্ণ, মার্চ ৯, ২০১৭

মেয়েদের উচিত পুরুষদের খুশি করা, যেমন সানি লিওন?

বিনোদন ডেস্ক :: আন্তর্জাতিক নারী দিবসে টুইটে একথা বললেন বলিউডের নামকরা পরিচালক রামগোপাল ভার্মা। বলেন, “আমি চাই পৃথিবীর সব মহিলারা পুরুষদের আরও বেশি আনন্দ দিক। যেমন সানি লিওনি দেন।” টুইটারে তিনি লেখেন,

আন্তর্জাতিক নারীদিবসে আরও একটি বার্তা দিয়েছেন রামগোপাল ভার্মা। বলেছেন, “মেনস ডে বলে কিছু নেই। এর মানে কি বছরের বাকি দিনগুলো পুরুষের, এই দিন নারীদের?” আর একটি টুইটে তিনি লিখেছেন, “ওমেন্স ডে-কে মেনস ডে বলা উচিত। কারণ নারীরা নারীদের যেভাবে সেলিব্রেট করে, পুরুষরা তার থেকে বেশি করে। ”

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com