বিনোদন ডেস্ক : কোনো সম্পর্কে থাকলে ছেলেদের থেকে মেয়েরা ঠিক কী ধরনের ব্যবহার আশা করেন, তার উত্তর দিলেন বলিউড অভিনেত্রী সানি লিওন। বললেন কীভাবে একটু একটু করে তার মন জয় করেছেন স্বামী ড্যানিয়েল।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে সানি জানান- ড্যানিয়েল জানতেন কীভাবে তিনি তার মন জয় করবেন। তবে শুধু ঘরের মধ্যেই নয়, ঘরের বাইরের সানির মন জয় করার চেষ্টা করতেন তিনি। সানিকে খুশি করার জন্য ফুল এবং চকলেট উপহার দিতেন। এছাড়া সানির বাড়িতে ঢোকার সিঁড়িও ফুল দিয়ে ভরিয়ে রাখতেন।
সানি অারো বলেন- এইভাবে এত ধৈর্য নিয়ে তার মন জয় করার চেষ্টা আগে, কেউ কখনোই করেননি। এমনকী শুধু ফুল নয়, তাকে সুন্দর চিঠিও লিখতেন ড্যানিয়ল। সানির মতে, দিনের শেষে সব মেয়েই চায় তার কাছের মানুষটি যেন তাকে রাজকুমারীর মতো রাখে। এক্ষেত্রে তার স্বামী তাকে সেভাবেই রেখেছেন। দীর্ঘ তিন বছর ধরে প্রেম করার পর, একে অপরের সঙ্গে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হন তারা। এছাড়া নিজের সাফল্যের পিছনে স্বামীর অবদানকেও স্বীকার করেছেন সানি। বলেছেন, ড্যানিয়ল সমর্থন না করলে তিনি এই সাফল্য কখনোই পেতেন না। মোট কথা হলো, একটা মেয়েকে সব সময় স্পেশাল ফিল করালেই তার মন পাওয়া যাবে খুব সহজেই।