মোটরসাইকেল দুর্ঘটনায় গেলো ২ জনের প্রাণ

প্রকাশিত: ৪:২৪ অপরাহ্ণ, নভেম্বর ১৩, ২০২২

মোটরসাইকেল দুর্ঘটনায় গেলো ২ জনের প্রাণ

ঠাকুরগাঁও প্রতিনিধি :
ঠাকুরগাঁও সদর উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলে দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো একজন।

 

শনিবার (১২ নভেম্বর) রাত সাড়ে ৮ টায় ফাড়াবাড়ি হতে শহরের দিকে আসার সময় এ ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন- উপজেলার সেনুয়া ইউনিয়নের কিসমত চামেশ্বরী উত্তর গ্রামের বাসিন্দা মৃত গিয়াস উদ্দিনের ছেলে মিন্টু (২৩) ও  আঁকচা ইউনিয়নের ফাড়াবাড়ি গ্রামের বাসিন্দা আফাজ উদ্দিনের ছেলে হাসান (৩০)। চিকিৎসাধীন রয়েছে ফিরোজ হাসান একই গ্রামের বাসিন্দা।

 

এ ঘটনায় মৃতদের পরিবারে শোকের মাতম নেমে এসেছে।

 

এলাকাবাসী সূত্রে জানা যায়, আহত দুজনেই অটো রিক্সা চালক। তারা ফারাবাড়ি থেকে শহরের দিকে আসছিল। রাস্তায় মোটরসাইকেল নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে ধাক্কা খায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসে। পরে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষনা করে।

 

আধুনিক সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. নুরুজ্জামান দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন এবং আহত একজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে তিনি জানান।


সংবাদটি শেয়ার করুন
  •  

লাইক দিয়ে পাশে থাকুন

 

আমাদের ভিজিটর
Flag Counter

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com