মোদির রাজত্বে মুসলিমদের উপর নিপীড়ন চালানো হচ্ছে: মায়াবতী

প্রকাশিত: ৬:৪৯ অপরাহ্ণ, অক্টোবর ১০, ২০১৬

মোদির রাজত্বে মুসলিমদের উপর নিপীড়ন চালানো হচ্ছে: মায়াবতী

4bka58382a5fcefh2y_800c450আন্তর্জাতিক ডেস্ক :: ভারতের উত্তর প্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী তথা বিএসপি প্রধান মায়াবতী বলেছেন, মোদি সরকারের আমলে মুসলিম এবং দলিতদের উপর নিপীড়ন চালানো হচ্ছে। মুসলিমরা ভয়ের মধ্যে বাস করতে বাধ্য হচ্ছেন। তিনি রোববার উত্তর প্রদেশের লক্ষনৌতে দলীয় এক বিশাল জনসমাবেশে ওই মন্তব্য করেন।

মায়াবতী কেন্দ্রীয় বিজেপি সরকারের তীব্র সমালোচনা করে বলেন, ‘বিজেপি শাসনে বিরোধীদের বিরুদ্ধে সিবিআইকে ব্যবহার করা হচ্ছে। মোদি সরকার আরএসএসের পরামর্শে সংরক্ষণ (শিক্ষা এবং চাকরিতে কোটা সুবিধা) শেষ করে দেয়ার ষড়যন্ত্র করছে।’

মায়াবতী বলেন, ‘আগে তো মুসলিমদের নিপীড়ন করা হতো কিন্তু মোদি রাজত্বে এবার গরু জবাইয়ের নামে দলিতদের উপরেও নিপীড়ন করা হচ্ছে। বিজেপি শাসিত রাজ্যে দলিতদের উপর অত্যাচার সীমা ছাড়িয়েছে। গোটা দেশে মৌলবাদী এবং সাম্প্রদায়িক শক্তি আধিপত্য বিস্তার করেছে।’

তিনি বলেন, ‘বিজেপি শাসিত রাজ্যে দলিতদের উপর অত্যাচার হচ্ছে। মুসলিমদের সঙ্গে পক্ষপাতপূর্ণ আচরণ করা হচ্ছে। মুসলিম সম্প্রদায় ভয়ের মধ্যে বাস করতে বাধ্য হচ্ছেন। সন্ত্রাসবাদের নামে মুসলিমদের সন্দেহের দৃষ্টিতে দেখা হচ্ছে, যা কখনোই উচিত নয়। গরু রক্ষার নামে দলিতদের উপরেও অত্যাচার করা হচ্ছে।’

তিনি বলেন, ‘গো-রক্ষা, ‘লাভ জিহাদ’, ধর্ম পরিবর্তনের নামে উৎপীড়ন চলছে। সংখ্যালঘুদের সঙ্গে বেইনসাফি করা হচ্ছে। সূত্র: আওয়ার ইসলাম

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com