মোদির শপথ অনুষ্ঠানে যোগ দিয়েছেন শেখ হাসিনা

প্রকাশিত: ৮:১৪ অপরাহ্ণ, জুন ৯, ২০২৪

মোদির শপথ অনুষ্ঠানে যোগ দিয়েছেন শেখ হাসিনা

সুরমামেইল ডেস্ক :
তৃতীয়বারের মতো ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাওয়া নরেন্দ্র মোদির শপথ অনুষ্ঠানে যোগ দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

রোববার (০৯ জুন) বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভারতের রাজধানী নয়াদিল্লিতে অবস্থিত রাষ্ট্রপতি ভবনে পৌঁছান শেখ হাসিনা।

 

এর আগে ভারতীয় প্রধানমন্ত্রীর শপথ অনুষ্ঠানে যোগ দিতে শনিবার ভারতে যান শেখ হাসিনা। তিনি ছাড়াও দক্ষিণ এশিয়া এবং ভারত মহাসাগরের দেশগুলোর নেতারা এতে অংশ নিতে ভারতে গেছেন।

 

তাদেরমধ্যে উল্লেখযোগ্য হলো-

শ্রীলংকার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে।
মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু।
সিসিলির ভাইস প্রেসিডেন্ট আহমেদ আফিফ।
মরিশাসের প্রধানমন্ত্রী প্রবীন্দ কুমার জুগনাথ।
নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কুমার ডাহাল।
ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে।

 

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com