মোস্তাফিজের ইনজুরিতে দুশ্চিন্তা

প্রকাশিত: ৩:১২ অপরাহ্ণ, জুলাই ২৪, ২০১৬

মোস্তাফিজের ইনজুরিতে দুশ্চিন্তা

file

স্পোর্টস ডেস্ক : স্কোয়াডে রাখা হয়নি! তবে দলের সাথেই থাকছেন পেসার মোস্তাফিজুর রহমান। বাঁ কাঁধের ব্যথা ক্রমশই বাড়ছিল। তাইতো বিশ্রামে রাখা হয়েছে দলের ফ্রন্ট লাইনের এ পেসারকে। মোস্তাফিজের ইনজুরি মানেই বাড়তি একটা টেনশন। সেটা শুধু নির্বাচক বা কোচেরই নয়। গোটা ক্রিকেটপ্রেমীদের জন্যও দুশ্চিন্তার কারণ। তবে আশার কথা ইনজুরিটা খুব বড় ধরনের কিছু নয়। পুরোপুরি সেরে উঠতে সময় লাগবে। আর তার জন্য প্রয়োজন বিশ্রাম ও কিছু পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে থাকা। সে সময়টা বিসিবির হাতে একেবারেই কম। কারণ ২৪ ফেব্রুয়ারি থেকেই যে ব্যস্ত শিডিউল জাতীয় দলের। সেটা শেষ হবে টি-২০ বিশ্বকাপ দিয়ে। ২৪ ফেব্রুয়ারি দেশে এশিয়া কাপ। এরপর ভারতের অনুষ্ঠিত হবে টি-২০ বিশ্বকাপের মেগা আসর। ফলে জাতীয় দলের জন্য যেমনটা গুরুত্বপূর্ণ প্রতিটা ম্যাচ। তেমনি মোস্তাফিজ ছাড়াও স্কোয়াডটা হবে না পূর্ণ শক্তির। কিন্তু ইনজুরির সাথে তো আর কোনো কিছু চলে না। তা ছাড়া মোস্তাফিজকে খেলিয়ে ঝুঁকির মধ্যে ফেলে দিলে সেটা ভবিষ্যতের জন্যও খারাপ। সব মিলিয়ে কী করা যায় সে চিন্তায় এখন নীতিনির্ধারকেরা। কাল বিসিবির ডাক্তার দেবাষিশ চৌধুরী জানিয়েছেন,‘ওর পুনর্বাসন প্রক্রিয়াটা দ্রুত শুরু করা উচিত। কোনো রকম ঝুঁকি নেয়াও ঠিক হবে না।’ অর্থাৎ এর মাধ্যমেই যতটা সম্ভব সারিয়ে তোলা যায় তাকে সেটাই মঙ্গল। তবে কাঁধের ব্যথাটা নতুন নয়। বেশ কিছু দিন থেকেই ঝামেলার মধ্যেই রয়েছেন। তবে বেশি সমস্যা হলে ব্যথানাশক ওষুধ খেয়ে সামাল দিয়ে এসেছেন তিনি। কিন্তু তারও তো একটা সীমা রয়েছে। সে সীমাটা আর অতিক্রমের পক্ষে নন কেউ। তবে দেবাশিষ জানিয়েছেন,‘তিনি এখনো নিশ্চিত নন, মোস্তাফিজের সমস্যা কতটা গুরুতর। পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে এবং সরাসরি কথা বলে তিনি নিশ্চিত হবেন। এরপরই তিনি জানাতে পারবেন কোন প্রক্রিয়া ও কতদিন মোস্তাফিজকে খেলার বাইরে থাকতে হবে।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com