মোস্তাফিজ খেলবেন তাই?

প্রকাশিত: ৩:২৪ অপরাহ্ণ, ডিসেম্বর ১৯, ২০১৬

স্পোর্টস ডেস্ক :: বিশ্বের সেরা বোলারদের একজন তিনি। নতুন বলে সুইং করাতে অভ্যস্ত। গতি আর বাউন্সে প্রতিপক্ষ ব্যাটসম্যানকে বিপদে ফেলতে দারুণ কার্যকরী ট্রেন্ট বোল্ট। কিন্তু গেল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) সানরাইজার্স হায়দ্রাবাদে একদমই নিয়মিত খেলার সুযোগ পাননি নিউজিল্যান্ডের এই পেসার। মোস্তাফিজুর রহমানের ইনজুরির কারণে একটা ম্যাচে খেলেছিলেন গত বিশ্বকাপের সেরা এই বোলার। আগামী আইপিএলকে সামনে রেখে এবার তো বোল্টকে দলেই রাখেনি হায়দ্রাবাদ। ঠিকই ‘কাটার মাস্টার’কে ধরে রেখেছে আইপিএল চ্যাম্পিয়নরা।

গত আইপিএলে ৬ লাখ ইউএস ডলারে বোল্টকে দলে টেনে নিয়েছিল হায়দ্রাবাদ। কিন্তু মোস্তাফিজের দুর্দান্ত পারফরম্যান্সে একাদশে সুযোগ মেলেনি কিউই গতি তারকার। সানরাইজার্সে এবার জায়গা হারালেও আগামী ৪ ফেব্রুয়ারি আইপিএলের দশম আসরের ফাইনাল নিলামে ঠিকই কোনো না কোনো দলে জায়গা পাবেন বোল্ট। এমনটাই আশা করছেন নিউজিল্যান্ডের ক্রিকেটারদের এজেন্ট।

গত বছরই ক্রিকেট বিশ্বে বিস্ময় হয়ে এসেছেন দ্য ফিজ। আইপিএলে এই বছরই প্রথমবারের মতো খেলেন মোস্তাফিজ। সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে ১৬ ম্যাচে নেন ১৭টি উইকেট। তার এই পারফরম্যান্সে ভর করে প্রথমবার আইপিএলের শিরোপা ঘরে তোলে ডেভিড ওয়ার্নারের দলটি। টুর্নামেন্টের সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার ওঠে ‘দ্য ফিজ’-এর হাতে।

গত আসর চলাকালে বোল্ট বলেছিলেন তিনি মোস্তাফিজের চেয়ে ভালো বোলার। এবার যখন আইপিএলের দল হারালেন তখন নিউজিল্যান্ড-বাংলাদেশ সিরিজে বোল্ট নিশ্চয়ই তা প্রমাণ করতে চাইবেন। ইনজুরি থেকে ফিরে ফিজও গেছেন নিউজিল্যান্ডে খেলতে। ২৬ তারিখ প্রথম ওয়ানডে।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com