মৌলভীবাজারের প্রতি সরকারের বিশেষ নজর রয়েছে : শিল্পমন্ত্রী

প্রকাশিত: ৪:০১ অপরাহ্ণ, ডিসেম্বর ৩১, ২০১৬

মৌলভীবাজার প্রতিবেদক :: শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, মৌলভীবাজারে উন্নয়ন হলে গোটা দেশ উপকৃত হবে। কারণ পর্যটন অধ্যুষিত এ জেলা খুবই সম্ভাবনাময় একটি জেলা। এখানে পর্যটন, চা, মাছ ও আগর শিল্পের অপার সম্ভাবনা রয়েছে। তাই এ জেলার উন্নয়নের প্রতি সরকারের বিশেষ নজর রয়েছে।

চেম্বার সভাপতি কামাল হোসেনের সভাপতিত্বে শুক্রবার রাত ৮টার দিকে দি মৌলভীবাজার চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের আয়োজনে তিন দিনব্যাপী বাংলাদেশ-ভারত মৈত্রী উৎসব ও ব্যবসায়ী সম্মেলনের দ্বিতীয় দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল সোনার বাংলা গড়ার। শেখ হাসিনার সরকার সে স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। ২০২১ সালের মধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে।

সভায় বিশেষ অতিথি ছিলেন, ভারতের ত্রিপুরার বাণিজ্য, শিক্ষা, শিল্প ও আইনমন্ত্রী তপন চক্রবর্তী বলেন, বাংলাদেশের মৌলভীবাজার তথা সিলেট অঞ্চল এবং ভারতের সেভেন সিস্টার খ্যাত রাজ্যগুলোর অর্থনৈতিক ও পর্যটন সম্ভাবনা নিয়ে দু’দেশ এক সাথে কাজ করতে পারে। এর মাধ্যমে দুদেশ অনেক এগিয়ে যেতে পারে বলে তিনি মন্তব্য করেন।

সভায় উপস্থিত ছিলেন, কলকাতার পশ্চিমবঙ্গের সমবায়মন্ত্রী অরূপ রায়, মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসীন ও সংসদ সদস্য উপাধ্যক্ষ আব্দুস শহীদ প্রমুখ।

তিন দিনব্যাপী এ উৎসব ও ব্যবসায়ী সম্মেলনে শ্রীহট্ট ইকোনোমিক জোন, চা শিল্প ও পর্যটন শিল্প ইত্যাদির সম্ভাবনাময় বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হচ্ছে।

এদিকে, শুক্রবার দুপুরে মন্ত্রী জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপির সভাপতিত্বে এক মতবিনিময় সভায় মিলিত হন।

সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com