সিলেট ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৪৫ অপরাহ্ণ, জুলাই ৩, ২০২৫
মৌলভীবাজার প্রতিনিধি :
জেলার তিন সীমান্ত দিয়ে ৭৬ জনকে ঠেলে পাঠিয়েছে (পুশ ইন) ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এরমধ্যে বড়লেখা সীমান্ত দিয়ে ৪৮ জন, শ্রীমঙ্গলে ২৩ ও কুলাউড়া সীমান্ত দিয়ে ৫ জনকে পুশ ইন করা হয়।
বৃহস্পতিবার (০৩ জুলাই) তাদের আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি সূত্রে জানা গেছে, ভারত থেকে অনুপ্রবেশ করে বড়লেখা সীমান্তের পাহাড়ি এলাকায় ঘোরাঘুরি করার সময় বিজিবির টহল দলের হাতে ৪৮ জন আটক হয়। তারা ৬ মাস থেকে ১৭ বছর আগে চিকিৎসাসহ বিভিন্ন কাজের উদ্দেশ্যে কুড়িগ্রাম ও যশোর জেলার সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে। আজ তাদের বিএসএফ বাংলাদেশে পুশ ইন করে। তাদের বাড়ি যশোর, বাগেরহাট, চাঁপাইনবাবগঞ্জ, বরগুনা, বরিশাল ও কুড়িগ্রাম জেলায়। পরে বিজিবি তাদের পরিচয় যাচাই-বাছাই করে বড়লেখা থানায় হস্তান্তর করে।
বিজিবি-৫২ ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী ঘটনার বলেন, আটক ব্যক্তিদের পরিচয় নিশ্চিত হয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
এদিকে ভোরে শ্রীমঙ্গল উপজেলার কাকমারা সীমান্ত এলাকা দিয়ে ২৩ জনকে পুশ ইন করেছে বিএসএফ। পরে বিজিবি তাদের আটক করে। তাদের মধ্যে ৯টি শিশু, ৯ জন নারী ও ৫ জন পুরুষ রয়েছে।
অপরদিকে জেলার কুলাউড়া উপজেলার মুরইছড়া সীমান্ত দিয়ে পাঁচজনকে পুশ ইন করে বিএসএফ। তাদের আটক করেছে বিজিবি।
এ নিয়ে জেলার বড়লেখা, কমলগঞ্জ, জুড়ী, কুলাউড়া ও শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন সীমান্ত দিয়ে ঠেলে পাঠানো অন্তত ৪৭৬ জনকে আটক করেছে বিজিবি।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, ভোরবেলা বিজিবি থেকে বিষয়টি আমাকে জানানো হয়েছে। আমাদের কাছে এখনো হস্তান্তর করা হয়নি। আমাদের কাছে হস্তান্তর করলে নাম-ঠিকানা জানা যাবে।
(সুরমামেইল/এমবিএন)
উপদেষ্টা খালেদুল ইসলাম কোহিনুর
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি