মৌলভীবাজারে আওয়ামীলীগের আজিজুর রহমান জয়ী

প্রকাশিত: ৫:৫৪ অপরাহ্ণ, ডিসেম্বর ২৮, ২০১৬

মৌলভীবাজার প্রতিবেদক :: মৌলভীবাজারে জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. আজিজুর রহমান বিজয়ী হয়েছেন।

জেলার বিভিন্ন কেন্দ্রের তথ্যের ভিত্তিতে জানা যায়, মো. আজিজুর রহমান চশমা প্রতীক নিয়ে পেয়েছেন ৩৪২টি ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী এমএম শাহীন আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ২৮৯টি ভোট।

আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী আব্দুর রহিম সিআইপি মোটর সাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন ২৫৩টি ভোট। এছাড়া সাহাবুদ্দিন সাবুল প্রজাপতি প্রতীক নিয়ে পেয়েছেন ৫৭টি ভোট, বকসি ইকবাল আহমদ ঘোড়া প্রতীক নিয়ে পেয়েছেন ৫টি ভোট ও সুয়েল আহমদ তালগাছ প্রতীক নিয়ে পেয়েছেন ২টি ভোট।

সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com