মৌলভীবাজারে ইম্পিরিয়েল মেডিকেল কলেজ এমডির জেল ও ৭৮ লাখ জরিমানা

প্রকাশিত: ৫:৪৭ পূর্বাহ্ণ, জুন ৩০, ২০১৬

মৌলভীবাজারে ইম্পিরিয়েল মেডিকেল কলেজ এমডির জেল ও ৭৮ লাখ জরিমানা

download (1)সুরমা মেইল নিউজ : মৌলভীবাজারে ইম্পিরিয়েল মেডিকেল কলেজের সাবেক ম্যানেজিং ডাইরেক্টর বর্তমানে পলাতক ইলিয়াছের ১ বছরের বিনাশ্রম কারাদন্ড ও ৭৮ লাখ টাকা অর্থদন্ড এবং অর্থদন্ড অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদন্ডের রায় দিয়েছেন মৌলভীবাজারের জেলা ও দায়রা জজ মোঃ শফিকুল ইসলাম।

মৌলভীবাজার জেলা সদরের মাতারকাপন এলাকায় “ইম্পিরিয়াল মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল” নির্মানে বিনিয়োগের বিনিময়ে ডাইরেক্টরশীপ প্রদানের চুক্তিতে প্রতারণার মাধ্যমে এমবিএম বিজনেস গ্রæপ (বাংলাদেশ) ও রাজনগর ইন্টান্যাশনাল বিজনেস গ্রুপ (বৃটেন) এর চেয়ারম্যান এবং সাপ্তাহিক সুরমার ঢেউ পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক বৃটেন প্রবাসী ড. এম. জি. মৌলা মিয়া সিআইপি’র ৭০ লাখ টাকা ছাড়াও অতিরিক্ত আরও ৭ লাখ ৫০ হাজার টাকাসহ প্রায় সোয়া কোটি টাকা (সুদআসল মিলিয়ে) আত্যসাৎ, সাবেক এমডি আলহাজ্ব মোঃ ইলিয়াছ প্রদত্ত তার ব্যক্তিগত নামীয় শাহজালাল ইসলামী ব্যাংক লিঃ, মৌলভীবাজার শাখার ১৩১০০০০০২১৫ নং হিসাবের ৪টি চেক ও পরবর্তীতে প্রদত্ত আরও ৪টি চেক ডিজঅনার হলে, এমবিএম বিল্ডার্স মার্ট এর ম্যানেজার মোঃ শাহজালাল বাদী হয়ে ইম্পিরিয়াল মেডিকেল লিঃ এর সাবেক এমডি আলহাজ্ব মোঃ ইলিয়াছের বিরুদ্ধে মৌলভীবাজারের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ১নং আমলী আদালতে চেক ডিজঅনার মামলা (নং : সিআর- ৫৭/২০১৪ (সদর), তারিখ- ০৫/০২/২০১৪ইং) এবং সাবেক এমডি আলহাজ্ব মোঃ ইলিয়াছ, বর্তমান এমডি সুমাইয়া মারিয়া, ম্যানেজার মোঃ মোয়াজ্জেম হোসেন ও চেয়ারম্যান এম. এ. মুবিন খানের বিরুদ্ধে প্রতারণা ও আত্মসাৎ মামলা (নং : সিআর-৯৬/২০১৪ (সদর), তারিখ- ১৮/০৩/২০১৪ইং) দায়ের করেন। স্বাক্ষ্য প্রমান ও যুক্তিতর্ক গ্রহণ এবং দীর্ঘ শুনানী শেষে (সিআর- ৫৭/২০১৪ (সদর)নং ও দায়রা- ২৫৯/২০১৪ইং)নং চেক ডিজঅনার মামলার রায়ে (হবমড়ঃরধনষব রহংঃৎঁসবহঃং ধপঃ ) এর ১৯৮১ ও ১৩৮ ধারার বিধান মতে দোষী সাব্যস্থক্রমে ইম্পিরিয়েল মেডিকেল কলেজের সাবেক এমডি হাজী মো: ইলিয়াছকে আদালত আজ ২৯ জুন বুধবার এ দন্ডের আদেশ প্রদান করেন। রায়ে বলা হয়- অর্থদন্ডের ৭৮ লাখ টাকার মধ্যে ৭৭ লাখ ৫০ হাজার টাকা মামলার বাদী প্রাপ্ত হবেন। আসামী ইলিয়াছ গ্রেফতার হবার অথবা আতœসমর্পন করার তারিখ হতে উক্ত রায় কার্যকর হবে। রাষ্টপক্ষে মামলা পরিচালনা করেন বিজ্ঞ পিপি ভূবনেশ্বর পুরকায়স্থ এবং আসামী পক্ষে মামলা পরিচালনা করেন এডভোকেট আব্দুল মোহাইমিন চৌধুরী।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com