মৌলভীবাজারে কিশোরী গৃহকর্মীর লাশ উদ্ধার, আটক ৪

প্রকাশিত: ১:৫১ অপরাহ্ণ, এপ্রিল ২৬, ২০১৬

মৌলভীবাজারে কিশোরী গৃহকর্মীর লাশ উদ্ধার, আটক ৪

dead-body-লাশ-উদ্ধার-1সুরমা মেইল নিউজ : মৌলভীবাজার শহরের পশ্চিম বরহাট এলাকা থেকে এক কিশোরীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সে স্থানীয় কয়ছর মিয়ার বাসায় দীর্ঘদিন থেকে কাজ করে আসছিল। নিহতের নাম স্বপ্না বেগম (১৬)। সোমবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ ঐ বাসার ৪ জনকে আটক করে।

গৃহকর্তা কয়ছর মিয়া জানান- কিশোরী গৃহকর্মী স্বপ্না রাতে রান্না ঘরে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। তিনি পুলিশ খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠায়। নিহত স্বপ্না ব্রাহ্মণবাড়িয়া জেলার পূর্বভাগ এলাকার ফারুক মিয়ার মেয়ে।

এ ঘটনায় আটককৃত চার জন হলেন- গৃহকর্তা কয়ছর মিয়া (৫০), তার স্ত্রী আছিয়া বেগম (৪৫), ছেলে রুবেল মিয়া (২৫) ও আরেক গৃহকর্মী জাহির মিয়া (৩০)।

মৌলভীবাজার জেলার পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ শাহজালাল বিষয়টি নিশ্চিত করে জানান- মরদেহের গায়ে আঘাতের চিহ্ন রয়েছে। এটা হত্যা নাকি আত্মহত্যা, ময়নাতদন্তের পর জানা যাবে।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com