সিলেট ১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:১২ অপরাহ্ণ, মার্চ ২৬, ২০১৬
সুরমা মেইল নিউজ : মৌলভীবাজারের কুলাউড়া কর্মধা ইউনিয়নে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে শনিবার সকালে দু’পক্ষের সংঘর্ষে আছকর মিয়া (৫০) নামক এক বৃদ্ধ নিহত হয়েছেন। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, মনসুরপুর গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে রফিক মিয়ার সাথে একই এলাকার মৃত নওয়াব মিয়ার পুত্র আছকর মিয়ার বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে রফিক মিয়ার ছেলে মামুন মিয়া তার মাথায় আঘাত করলে আছকর মিয়া গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুলাউড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মোঃ সামসুদ্দোহা পিপিএম জানান, এ ব্যাপারে মামলার প্রস্ততি চলছে। তবে এখন পর্যন্ত পুলিশ কাউকে আটক করতে পরেনি।
Design and developed by ওয়েব হোম বিডি