মৌলভীবাজারে নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের দায়িত্ব গ্রহণ

প্রকাশিত: ৫:২০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৪, ২০১৬

মৌলভীবাজারে নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের দায়িত্ব গ্রহণ

3

সুরমা মেইল নিউজ : মৌলভীবাজার (সদর) পৌরসভার নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলররা দায়িত্ব গ্রহণ করেছেন। আজ বৃহস্পতিবার দুপুরে পৌরসভা মাঠে এক সমাবেশে নব-নির্বাচিত মেয়র মো. ফজলুর রহমানের কাছে এই দায়িত্ব হস্তান্তর করেন বিদায়ী মেয়র ফয়জুল করিম ময়ূন।

নব-নির্বাচিত মেয়র মো. ফজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. কামরুল হাসান, জেলা পরিষদ প্রশাসক মো. আজিজুর রহমান, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নেছার আহমদ, প্রেসক্লাব সভাপতি এম এ সালাম প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন- ১নং ওয়ার্ড কাউন্সিলর স্বাগত কিশোর দাশ চৌধুরী, ২নং ওয়ার্ড কাউন্সিলর আসাদ হোসেন মক্কু, ৩নং ওয়ার্ড কাউন্সিলর নাহিদ হোসেন, ৪নং ওয়ার্ড কাউন্সিলর মনবীর রায় মঞ্জু, ৫নং ওয়ার্ড কাউন্সিলর ফয়ছল আহমদ, ৬নং ওয়ার্ড কাউন্সিলর জালাল আহমদ, ৭নং ওয়ার্ড কাউন্সিলর বায়েছ আহমদ, ৮নং ওয়ার্ড কাউন্সিলর আয়াছ আহমদ ও ৯নং ওয়ার্ড কাউন্সিলর মো. মাসুদ আহমদ, নারী কাউন্সিলর দিলারা রহমান, শ্যামলী দাশ, শিল্পী বেগম।

উল্লেখ্য, গত ৩১ জানুয়ারি কুলাউড়া, কমলগঞ্জ ও বড়লেখা পৌরসভার নব-নির্বাচিত মেয়র ও কাউন্সিলরগণ দায়িত্ব গ্রহণ

সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com