সিলেট ১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:০৫ অপরাহ্ণ, নভেম্বর ১৬, ২০২৪
মৌলভীবজিরি প্রতিনিধি :
মৌলভীবাজারে বিএনপির সব উপজেলা ও পৌর কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। শুক্রবার (১৬ নভেম্বর) বিকেলে স্থানীয় একটি রেস্টুরেন্টেরে হলরুমে আয়োজিত জেলা বিএনপির আহ্বায়ক কমিটির প্রথম সভায় জেলার ৭ উপজেলা ও ৫ পৌর কমিটি বিলুপ্ত ঘোষণা করেন প্রধান অতিথি, বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) জিকে গউছ।
জেলা বিএনপির নবগঠিত কমিটির আহ্বায়ক ফয়জুল করিম ময়ুনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্যে জিকে গউছ বলেন, আহ্বায়ক কমিটির দায়িত্ব তাদেরই দেওয়া হবে যারা বিগত স্বৈরাচার সরকারের আমলে আন্দোলন-সংগ্রাম করেছেন, সাংগঠনিক দক্ষতা রয়েছে, দলের জন্য ত্যাগ স্বীকার করেছেন। দল ও তৃণমূল নেতৃত্বকে সুসংগঠিত করার লক্ষ্যে অবশ্যই জেলা বিএনপিকে ঢেলে সাজানো হবে।
তিনি জেলার সকল উপজেলা ও পৌর কমিটি বিলুপ্ত ঘোষণা করে আহ্বায়ক কমিটির মাধ্যমে সকল উপজেলা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির কমিটি সম্মেলন এবং কাউন্সিলের মাধ্যমে গঠন করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও আহ্বায়ক কমিটির সদস্য মিজানুর রহমান মিজানের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) মিফতা সিদ্দিকী, নির্বাহী সদস্য এম নাসের রহমান ও মুজিবুর রহমান। সভায় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
(সুরমামেইল/এমবিএন)
Design and developed by ওয়েব হোম বিডি