মৌলভীবাজারে বিদ্যুৎস্পৃষ্ট নির্মান শ্রমিক নিহত

প্রকাশিত: ৩:৫৬ পূর্বাহ্ণ, জুলাই ১২, ২০১৬

মৌলভীবাজারে বিদ্যুৎস্পৃষ্ট নির্মান শ্রমিক নিহত

download (6)

সুরমা মেইল নিউজ : মৌলভীবাজার শহরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আনোয়ার মিয়া নামে এক নির্মান শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার বেলা ২ টায় শহরের মাতারকাপন এলাকার বিএনএসবি চক্ষু হাসপাতালের পাশে এই ঘটনাটি ঘটে। মৃত আনোয়ার মিয়া রাজনগর উপজেলার কদমহাটা এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে নির্মানাধীন গেইটে কাজ করার সময় অসাবধানবশত বিদ্যুতের লাইনে জড়িয়ে যায় আনোয়ার। পরে অন্য শ্রমিকরা তাকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক থাকে মৃত ঘোষণা করেন।

মৌলভীবাজার সদর হাপাতালের আবাসিক মেডিকেল অফিসার পলাশ রায় বিষয়টি নিশ্চিত করে জানান, কোনো অভিযোগ না থাকায় লাশটি ময়না তদন্ত ছাড়াই তার আত্মীয়স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com