মৌলভীবাজারে ভাবিকে হত্যায় ঘাতক দেবর গ্রেফতার

প্রকাশিত: ১১:২৫ অপরাহ্ণ, জানুয়ারি ১৭, ২০২৫

মৌলভীবাজারে ভাবিকে হত্যায় ঘাতক দেবর গ্রেফতার

Manual7 Ad Code

মৌলভীবাজার প্রতিনিধি :
জেলার কমলগঞ্জে আপন বড় ভাবি কারিমা বেগমকে (৪২) ছুরিকাঘাতে হত্যায় ঘাতক দেবর মঞ্জুর মিয়াকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ।

 

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দিবাগত রাতে কমলগঞ্জ উপজেলার জাঙ্গালিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

Manual2 Ad Code

 

শুক্রবার (১৭ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ ইফতেখার হোসেন।

 

তিনি জানান, বৃহস্পতিবার বিকেলে কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের পাত্রখোলা চা বাগান বাজারে কারিমা বেগমকে তার দেবর মঞ্জুর মিয়া ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়। মুমূর্ষু অবস্থায় তাকে  হাসপাতালে নিলে চিকিৎসক কারিমা বেগমকে মৃত ঘোষণা করেন।

 

এ ঘটনায় কারিমা বেগমের ভাই আব্দুস সাত্তার বাদী হয়ে কমলগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। গোপন সংবাদের ভিত্তিতে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় বৃহস্পতিবার রাতে হত্যাকাণ্ডের জড়িত দেবর মঞ্জুর মিয়াকে গ্রেফতার করা হয়েছে।

 

পুলিশ জানায়, শুক্রবার তাকে আদালতে সোপর্দ করা হয়।

Manual5 Ad Code

 

Manual2 Ad Code

(সুরমামেইল/এমবিএন)

Manual7 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code