মৌলভীবাজারে যুবককে কুপিয়ে হত্যা, আটক ৬

প্রকাশিত: ৯:২৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৪, ২০২৫

মৌলভীবাজারে যুবককে কুপিয়ে হত্যা, আটক ৬

ফাইল ছবি


মৌলভীবাজার প্রতিনিধি :
জেলার কমলগঞ্জে মধু মিয়া নামে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে ছয়জনকে আটক করেছে পুলিশ।

 

সোমবার (০৩ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে উপজেলার আলীনগর ইউনিয়নের কামারছড়া চা-বাগানের অফিসের সামনে এ ঘটনা ঘটে।

 

নিহত মধু মিয়া (৪০) আলীনগর ইউনিয়নের কামারছড়া চা-বাগানের দুরুদ মিয়ার ছেলে।

 

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, সোমবার রাত ১০টার দিকে আলীনগর ইউনিয়নের কামারছড়া চা-বাগানের অফিসের সামনে কয়েকজন মিলে মধু মিয়াকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে রেখে যায়। খবর পেয়ে সোমবার রাত ১টার দিকে ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ছয়জনকে আটক করা হয়েছে। পূর্ববিরোধের জেরে এই হত্যাকাণ্ড হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

 

এ ঘটনায় নিহতের বাবা দুরুদ মিয়া বাদী হয়ে ছয়জনের নাম উল্লেখ করে মামলা করেছেন।

 

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ইফতেখার হোসেন।

 

ওসি বলেন, আমরা মরদেহ উদ্ধার করেছি। ছয়জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ধারণা করছি, পূর্ববিরোধের জেরে মধু মিয়াকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় মামলা করা হয়েছে।

 

(সুরমামেইল/এমবিএন)


সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com