মৌলভীবাজারে স্বেচ্ছাসেবী দল করোনায় মৃত ব্যক্তির দাফন করলো

প্রকাশিত: ১০:৩৮ অপরাহ্ণ, জুন ৩০, ২০২০

মৌলভীবাজারে স্বেচ্ছাসেবী দল করোনায় মৃত ব্যক্তির দাফন করলো

সুরমামেইলডটকম:  গাউসিয়া কমিটি বাংলাদেশ মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবী টিম সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফুল ইসলামের নির্দেশনায় সোমবার শাহ মোস্তফা কলেজ রোড পুর্ব গির্জাপাড়া ব্যবসায়ী মো. শামসুল হুদা (৭৫) গোসল থেকে জানাযার সব কাজ সম্পন্ন করা হয়।

সোমবার রাত ১ টায় গাউছিয়া কমিটি মৌলভীবাজার জেলা সেচ্ছাসেবী টিম প্রধান শাহ মাছুম ফারুকীর কাছে কল আসার সাথে সাথে রেস্পন্স টিম ব্যবস্থা গ্রহণ করে। সকাল ৬ টায় মরহুমের লাশের গোসল ও কাফন সম্পন্ন করে এবং সকাল ১০ টায় সরাকারি স্বাস্থ্য বিধি মেনে জানাজা সম্পন্ন করা হয়। পরে মরহুমের গ্রামের বাড়ি বিরাইমাবাদের পারিবারিক কবরস্থান দাফন কার্য শেষে বিশেষ দোয়া করা হয়।

এসময় উপস্থিত ছিলেন গাউসিয়া কমিটি মৌলভীবাজার জেলা সাধারন সম্পাদক, স্বেচছাসেবক টিম সমন্বয়ক কাজী মোহাম্মদ কুতুব উদ্দীন, টিম প্রধান শাহ মাছুম ফারুকী, সহ-টিম প্রধান মোহাম্মদ মুকিত হাসানী, সদস্য মাঃ জাফর সাদেক খান,দুলাল আহমেদ,জাবেদ এনাম আপু,মাঃ আব্দুল করিমসহ ৮ জনের সদস্য টিম।

স্বেচ্ছাসেবক সদস্য মাওলানা সাদেক খানের ইমামতিতে মরহুমের দুই ছেলেসহ আত্মীয় স্বজন সামাজিক দুরত্ব বজায় রেখে জানাযায় অংশ গ্রহন করেন।

বিথী

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com