মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ১

প্রকাশিত: ৫:০১ অপরাহ্ণ, অক্টোবর ২৪, ২০১৫

মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ১
accident
সুরমা মেইলঃমৌলভীবাজার  জেলা শহরে দ্রুতগামী কাভার্ডভ্যান চাপায় অজ্ঞাত পরিচয়ের এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। এই ঘটনায় এক মহিলাসহ তিনজন গুরুতর আহত হয়েছেন।শনিবার বেলা সাড়ে ১১টার দিকে শাহ মোস্তফা রোডে এই দুর্ঘটনা ঘটে।

আহতদের দ্রুত সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কাভার্ডভ্যানের হেলপার আবুল হোসেন (১৬) কে স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করে। তবে চালক পালিয়ে যায়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ব্যাটারিচালিত একটি অটো রিকশায় আহতরা শহরের বেরিরপাড়ের দিকে যাচ্ছিলেন। দারুল উলুম মাদরাসার সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা কাভার্ডভ্যানটি (চট্টো মেট্টো ট-১১-২২৯৬) অটোরিকশাকে চাপা দেয়। পরে মৌলভীবাজার দমকল বাহিনীর কর্মীরা দ্রুত এসে নিহত ও আহতদের সদর আধুনিক হাসপাতালে নিয়ে যায়। দুপুর সোয়া একটায় এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের লাশ হাসপাতালে পড়ে থাকে। আহতদের অবস্থা গুরুতর হওয়ায় স্থানীয়রা তাদের সিলেট ওসমানী হাসপাতালে নিয়ে গেছেন।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com