সিলেট ১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:০১ অপরাহ্ণ, অক্টোবর ২৪, ২০১৫
আহতদের দ্রুত সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কাভার্ডভ্যানের হেলপার আবুল হোসেন (১৬) কে স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করে। তবে চালক পালিয়ে যায়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ব্যাটারিচালিত একটি অটো রিকশায় আহতরা শহরের বেরিরপাড়ের দিকে যাচ্ছিলেন। দারুল উলুম মাদরাসার সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা কাভার্ডভ্যানটি (চট্টো মেট্টো ট-১১-২২৯৬) অটোরিকশাকে চাপা দেয়। পরে মৌলভীবাজার দমকল বাহিনীর কর্মীরা দ্রুত এসে নিহত ও আহতদের সদর আধুনিক হাসপাতালে নিয়ে যায়। দুপুর সোয়া একটায় এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের লাশ হাসপাতালে পড়ে থাকে। আহতদের অবস্থা গুরুতর হওয়ায় স্থানীয়রা তাদের সিলেট ওসমানী হাসপাতালে নিয়ে গেছেন।
Design and developed by ওয়েব হোম বিডি