মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনায় ২ যুবকের মৃত্যু

প্রকাশিত: ১:২৫ অপরাহ্ণ, ডিসেম্বর ১৫, ২০১৬

মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনায় ২ যুবকের মৃত্যু

মৌলভীবাজার প্রতিনিধি :: মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনায় দুই যুবক নিহত হয়েছেন। বুধবার দিবাগত রাত ২টার দিকে সদর উপজেলার নিতেস্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন- সদর উপজেলার কদুপুর গ্রামের হাফিজ আবদুল হাশিমের ছেলে আশফাক আহমদ (২৫) ও মোকামবাজার এলাকার আমির আলীর ছেলে কামরুল ইসলাম (২৫)।

মৌলভীবাজার থানার ডিউটি অফিসার এসআই শিলা আক্তার জানান, আশফাক, কামরুল ও বিশাল আহমদ মোটরসাইকেলে শ্রীমঙ্গল থেকে মৌলভীবাজার আসছিলেন। রাত ২টার দিকে নিতেস্বর এলাকায় পৌঁছালে রাস্তার পাশে রাখা রোলার গাড়ির সঙ্গে তাদের মোটরসাইকেলের ধাক্কা লাগে। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাদের মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। বিশাল আহমদকে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com