মৌলভীবাজার সীমান্তে নিহত যুবকের লাশ ফেরত দিল বিএসএফ

প্রকাশিত: ১০:৫৩ অপরাহ্ণ, জুন ২, ২০২৫

মৌলভীবাজার সীমান্তে নিহত যুবকের লাশ ফেরত দিল বিএসএফ

মৌলভীবাজার প্রতিনিধি :
মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত যুবক প্রদীপ বৈদ্যের লাশ ৪০ ঘণ্টা পর হস্তান্তর করা হয়েছে।

 

সোমবার (২ জুন) উপজেলার চাতলাপুর স্থল শুল্কস্টেশন দিয়ে বিএসএফ, বাংলাদেশ ইমিগ্রেশন ও বিজিবির কাছে লাশটি ফেরত দেয়। পরে নিহত ব্যক্তির পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়।

 

এরআগে গত শনিবার রাতে উপজেলার দত্তগ্রাম সীমান্তের ৫৭ নম্বর পিলারের কাছে বিএসএফের গুলিতে প্রদীপ নিহত হন। পরে বিএসএফ সদস্যরা লাশটি নিয়ে যান। নিহত প্রদীপ বৈদ্য ওই উপজেলার দত্তগ্রাম এলাকার শৈলেন্দ্র বৈদ্যের ছেলে।

 

স্থানীয় ইউপি সদস্য জয়নুল ইসলাম জানান, প্রদীপ বৈদ্য পড়াশোনার পাশাপাশি কৃষিকাজ করতেন। খুবই দরিদ্র পরিবারের সন্তান। গত শনিবার তাঁকে সীমান্তের কাঁটাতারের পাশে বিএসএফ গুলি করে হত্যা করে লাশ নিয়ে যায়।

 

প্রদীপের বড় ভাই জয়ন্ত বৈদ্য বলেন, জানি না আমার ভাইকে কোন কারণে বিএসএফ হত্যা করেছে। আমার ভাই কোনো দিন চোরাকারবারির সঙ্গে জড়িত ছিল না। আমরা লাশ পেয়েছি।

 

এ বিষয়ে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আপছার বলেন, থানা-পুলিশ, ইমিগ্রেশন পুলিশ ও বিজিবির সদস্যদের উপস্থিতিতে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

 

(সুরমামেইল/এমবিএন)


সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com