মৌলভীবাজার-সুনামগঞ্জে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

প্রকাশিত: ৫:১১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৮, ২০১৬

মৌলভীবাজার-সুনামগঞ্জে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

98-6-818x430নিজস্ব প্রতিবেদক :: “তথ্য্ পেলে মুক্তি মেলে, সোনার বাংলার স্বপ্ন ফলে” এই প্রতিপাদ্য নিয়ে মৌলভীবাজারে পালিত হয়েছে  আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস ২০১৬।

বুধবার ২৮ সেপ্টেম্বর সকালে প্রশাসকের কাযার্লয় সম্মুখ থেকে র‌্যালেটি বের হয়ে জেলা প্রশাসকের সম্মেলন কেন্দ্রে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দিন মাসুদ এর সঞ্চালনায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুকুর রহমান সিকদার এর সভাপতিত্বে  আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলাম।

  বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাঃ সত্যকাম চক্র্বর্ত্তী,  জেলা তথ্য কর্মকর্তা ইমরানুল হাসান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ ফারুক আহমেদ, যুব উন্নয়ন অধিদপ্তর এর উপ-পরিচালক মোহাম্মদ আমীর আজম খাঁন,অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আশরাফুল আলম খাঁন ,রেডিও পল্লীকন্ঠের সিনিয়র স্টেশন ম্যানেজার মোঃ মেহেদি হাসান প্রমুখ।

আলোচসা সভায়  জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সুনামগঞ্জ প্রতিনিধি :: “আর্ন্তজাতিক তথ্য অধিকার জানার দিবস” উপলক্ষে সুনামগঞ্জ জেলা প্রশাসন ও সচেতন নাগরিক কমিটি (সনাক) এর যৌথ আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে ।

বুধবার সকাল ১০ টায় শহরের জুবিলি উচ্চ বিদ্যালয়ে মাঠ হতে বর্ণাঢ্যএকটি র‌্যালিটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিন করে আবার জুবিলি উচ্চ বিদ্যালয় মাঠে এসে আলোচনা সভা অনুষ্টিত হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখে জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম,অতিরিক্ত জেলা প্রশাসক মো. কামরুজ্জামান, সচেতন নাগরিক কমিটি সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি নুরু রব চৌধুরী, সুনামগঞ্জ সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ বিশিষ্ট্য শিক্ষাবিদ পরিমল কান্তি দে প্রমুখ।

পরে “আর্ন্তজাতিক তথ্য জানার অধিকার দিবস” উপলক্ষে সুনামগঞ্জ জুবিলি উচ্চ বিদ্যালয় মাঠে  দিনব্যাপী তথ্যমেলার উদ্বোধন করা হয়।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com