মৌলভী বাজারে মাদ্রাসায় হামলা-ভাংচুর আহত ৪, আটক ৩

প্রকাশিত: ৭:৪২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৪, ২০১৬

মৌলভী বাজারে মাদ্রাসায় হামলা-ভাংচুর আহত ৪, আটক ৩

images
সুরমা মেইল নিউজ : মৌলভী বাজার শহরের মোস্তাফাপুর এলাকায় একটি মাদ্রাসায় হামলা ও ভাংচর চালিয়েছে দূর্বৃত্তরা। এ ঘটনায় শিক্ষকসহ আহত ৪। পুলিশ ঘটনার সাথে জড়িত সন্দেহে ৩ জনকে আটক করেছে। এলাকাবাসী সূত্রে জানা যায়, গত তিনদিন পূর্বে মোস্তফাপুর জামিয়া রাহমানিয়া মাদ্রাসায় মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে সিলেটের ফুলতলীর পীর সাহেবকে কটাক্ষ করে বক্তব্য দেয়ায় এলাকার লোকজন ক্ষুব্ধ ছিল। আজ বুধবার সকালে কতিপয় দুর্বৃত্ত মাদ্রাসা চলাকালে হামলা ও ভাংচুর চালায়। এ সময় মাদ্রাসার হিফজ শাখার দু’জন শিক্ষক ও দু’জন ছাত্র আহত হন। আহতরা হলেন- হিফজুর রহমান (২৮), হাফেজ আব্দুল্লাহ (২৭), তাফাজ্জুল (১২) ও মোজাহিদ (১৪)। মাদ্রাসার ছাত্র জুবেল জানায়, সকাল বেলা কোন কিছু বুঝার আগেই কতিপয় দূর্বৃত্তরা মাদ্রাসার গেইট ভেঙ্গে ভিতরে প্রবেশ করে এলোপাতাড়ি হামলা চালায় এ সময় একটি গাড়ি ও মটর সাইকেল এবং হিফজ শাখার ব্যপক ক্ষতি হয়। ঘটনার সত্যতা স্বীকার করে মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস ছালেক জানান, পূর্ব শুত্রুতার জের ধরে উভয়ের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে এ ঘটনায় জড়িত সন্দেহে তিন জনকে আটক করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com