ম্যানচেস্টার ইউনাইটেডেই থাকছেন রোহো

প্রকাশিত: ২:৫৯ অপরাহ্ণ, ডিসেম্বর ১৫, ২০১৬

ম্যানচেস্টার ইউনাইটেডেই থাকছেন রোহো

স্পোর্টস ডেস্ক :: জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে মার্কোস রোহোর ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়ার গুঞ্জন উঠেছিল। কিন্তু সাম্প্রতিক পারফরম্যান্সে নাকি কোচ হোসে মরিনহোর দীর্ঘমেয়াদি পরিকল্পনায় জায়গা করে নিয়েছেন আর্জেন্টাইন ডিফেন্ডার।

স্কটিশ দৈনিক ‘ডেইলি রেকর্ড’র বরাত দিয়ে গোল ডটকম বলছে, ২৬ বছর বয়সী রোহোকে ছেড়ে দেয়ার পথে হাঁটছে না রেড ডেভিলসরা। ইনজুরি আক্রান্ত ক্রিস স্ম্যালিং ও এরিক বেইলির অনুস্থিতিতে নিজের সেরাটা দিয়ে মরিনহোকে মুগ্ধ করছেন তিনি।

তাই রোহোকে দলে ভেড়াতে বায়ার লেভারকুসেন সহ অন্যান্য আগ্রহী ক্লাবগুলোর প্রস্তাব উপেক্ষিত হওয়ার সম্ভাবনাই বেশি। যদিও দু’বছর আগে স্পোর্টিং লিসবন থেকে ইংল্যান্ডে পাড়ি জমানোর পর এখনো পাকাপাকিভাবে প্রথম একাদশে নিয়মিত হতে লড়াই করতে হচ্ছে।

চলতি মৌসুমে এখন পর্যন্ত প্রিমিয়ার লিগের ১৫টি ম্যাচের মধ্যে সাতটিতে খেলার সুযোগ পেয়েছেন। যার মধ্যে শেষ ছয়টি লিগ ম্যাচেই পূর্ণ নব্বই মিনিট মাঠে ছিলেন। বোঝাই যাচ্ছে, উজ্জীবিত মার্কোস রোহোর ওপর কতটা আস্থা রাখছেন মরিনহো।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com