যদি অর্জুনকে চুমু খাই তাহলে ডিভোর্সই হয়ে যাবে

প্রকাশিত: ৪:৫২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৮, ২০১৬

যদি অর্জুনকে চুমু খাই তাহলে ডিভোর্সই হয়ে যাবে

Karina

বিনোদন ডেস্ক: এ কোনও গুজব নয়। কথাটি জানিয়েছেন কারিনা নিজেই। কি অ্যান্ড কায়ের একটি অনুষ্টানে যোগ দিতে এসে তিনি এ কথা জানিয়েছেন। ভারতীয় বেশ কিছু গণমাধ্যম এমন খবর প্রকাশ করেছে।

সাইফের সঙ্গে বিয়ের পর কারিনা ঠিক করেছিলেন আর তিনি চুমু খাবে না। কিন্তু আর বাল্কি কারিনার সেই প্রতিজ্ঞা ভেঙেছেন। ছবিতে অর্জুন কাপুরের সঙ্গে কারিনার লিপ লকের দৃশ্য শুট করেছেন তিনি। ছবির পোস্টারেও দেখা গেছে কারিনা ও অর্জুন একে অপরকে চুমু খাচ্ছেন। কি অ্যান্ড কায়ের প্রোমোশনে এসে আবার সেই দৃশ্য দর্শকের সামনে অভিনয় করার অনুরোধ আসে তাঁদের কাছে।

তখনই কারিনা বলেন, এই মঞ্চে, সবার সামনে যদি তিনি অর্জুনকে চুমু খান, তাহলে তাঁর ডিভোর্সই হয়ে যাবে। অর্জুনও কারিনাকে অনস্টেজ চুমু খেতে অস্বীকার করেন।

ব্যাস। আর যায় কোথায়? কারিনার মুখ থেকে ওই একটা কথা পড়া মাত্রই সাংবাদিকরা লুফে নেয়। হেডলাইন হয়ে যায় করিনার ওই উক্তিটি।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com