যশোরে চীনা নাগরিক হত্যা, আটক ২

প্রকাশিত: ৪:৪৭ অপরাহ্ণ, ডিসেম্বর ১৫, ২০১৬

যশোরে চীনা নাগরিক হত্যা, আটক ২

সংগৃহীত

সুরমা মেইল ডেস্ক :: যশোরে চ্যাং হিং চং (৪৫) এক জন চীনা ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। শহরের নিউমার্কেট এলাকার একটি বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত চ্যাং হিং চং পেশায় একজন ইজিবাইক ব্যবসায়ী। এ ঘটনার সাথে জড়িত সন্দেহে দু’জনকে আটক করেছে পুলিশ।

বুধবার রাতের কোনো এক সময়ে তাকে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ।

যশোর কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ইলিয়াস হোসেন জানান, চীনা নাগরিক চ্যাং হিং সং ইজিবাইক ব্যবসায়ী। তিনি চীন থেকে ইজিবাইক বাংলাদেশে আমদানি করে বিক্রি করতেন। তিনি নিউ মার্কেট এলাকার মহিলা কলেজের পাশে হামিদা ভিলা ভাড়া নিয়ে থাকতেন। তার সাথে তার কর্মচারী নেত্রকোনা জেলার বাসিন্দা নাজমুল ও তার ভাইপো মুক্তাদির থাকতেন।

বৃহস্পতিবার সকালে নাজমুল ও মুক্তাদির পুলিশকে জানান, চীনা নাগরিক চ্যাং হিং চংকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এ সময় তাদের কথায় সন্দেহ হলে পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করে। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী হামিদা ভিলা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com