যানজটের কবলে মন্ত্রী, সেমিনারে ক্ষোভ

প্রকাশিত: ২:১৫ অপরাহ্ণ, অক্টোবর ২৫, ২০১৫

যানজটের কবলে মন্ত্রী, সেমিনারে ক্ষোভ
kaderj
সুরমা মেইলঃ সড়ক নিরাপত্তা বিষয়ে একটি সেমিনারে যোগ দিতে গিয়ে ভয়াবহ যানজটের শিকার হলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এতে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেছেন, এসব সেমিনার করে কী হবে। রাস্তায় যানজট থাকলে সেমিনারে কোনো লাভ হবে না।
আজ রবিবার সকালে মন্ত্রী মহাখালী ব্র্যাক ইন সেন্টারে একটি সেমিনারে অংশ নিতে সংসদ ভবন এলাকা থেকে রওয়ানা দেন। কিন্তু এটুকু পথ যেতে তার দীর্ঘ সময় লেগে যায়। রাস্তায় আটকে থেকে নিজ চোখে দেখেন নগরবাসীর ভোগান্তি। পরে সেমিনারে যোগ দিয়ে তিনি ক্ষোভ প্রকাশ করেন।

“সড়ক নিরাপত্তায় করণীয়” শীর্ষক এই সেমিনারের আয়োজক ব্র্যাকের সড়ক নিরাপত্তা কর্মসূচি “অ্যাডভোকেসি ফর সোস্যাল চেইঞ্জ”। এতে উপস্থিত ছিলেন পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টারের (পিপিআরসি) চেয়ারপারসন ড. হোসেন জিল্লুর রহমান, নিরাপদ সড়ক চাই আন্দোলনের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন, বাস-ট্রাক মালিক সমিতির সভাপতি ফারুক তালুকদার সোহেল প্রসুখ।

সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com