যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছেন ভুল মানুষ

প্রকাশিত: ৯:৩০ পূর্বাহ্ণ, মে ২২, ২০১৬

যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছেন ভুল মানুষ

Manual3 Ad Code

1463855516

Manual5 Ad Code

সুরমা মেইল নিউজ : ‘কুকা পণ্ডিতের বই’। তন্ত্রমন্ত্রের সংগ্রহ হিসেবে তুকতাক-জাদুটোনায় বিশ্বাসীদের কাছে খুবই ‘মূল্যবান’ বই এটি। এমন একটি বই ছিল সিলেটের বিয়ানীবাজার উপজেলার মেওয়া গ্রামের নজরুল ইসলাম ওরফে নুনু মৌলভীর কাছে।

Manual4 Ad Code

স্থানীয় মসজিদের ইমাম নুনু মৌলভী বইয়ের সাহায্যে কিছুটা তুকতাক করতে থাকেন, দু-দশ গ্রামে তার পরিচিতি বাড়ে। তন্ত্রমন্ত্র জানার কারণে অনেকে তাকে ভয়ও পেতে থাকেন।

নুনু মৌলভীর শিষ্য ছিলেন গ্রামের মাদরাসা ছাত্র নজরুল ইসলাম দিনার। ওস্তাদের মতো নাম কামানোর স্বপ্নে বিভোর দিনার চুরি করেন ‘কুকা পণ্ডিতের বই’। এক রাতে খুন হন মাদরাসা ছাত্র দিনার। ঘটনাটি ১৯৯২ সালের ২৪ মে। এ ঘটনায় শুরু থেকেই মূল সন্দেহভাজন ছিলেন নজরুল ইসলাম ওরফে নুনু মৌলভী।

পুলিশ নুনু মৌলভীকে আটক করলেও স্থানীয় প্রভাবশালী ও এককালের ইউনিয়ন চেয়ারম্যান আবদুল হান্নান চৌধুরী জিম্মাদার হয়ে রক্ষা করেন নুনু মৌলভীকে।

Manual2 Ad Code

আর সাবেক এ চেয়ারম্যান যাদের সঙ্গে তার পুরনো বিরোধ রয়েছে তাদেরই পুলিশের সঙ্গে মিলে মামলায় অন্তর্ভুক্ত করেন- এমনই অভিযোগ জেলে অন্তরীণে থাকা অভিযুক্তের স্বজনদের।

Manual6 Ad Code

ঘটনার সঙ্গে ঘনিষ্ঠ যোগের কারণে নজরুল ইসলামকে মামলা থেকে মুক্ত করতে না পারলেও তাকে পালিয়ে যাওয়ার সুযোগ করে দেন আবদুল হান্নান। নুনু মৌলভী পলাতক থাকা অবস্থায়ই ১৯৯৫ সালে এ মামলার অভিযোগ গঠন হয় ৭ জনের বিরুদ্ধে। আরেক অভিযুক্ত একই গ্রামের এনামউদ্দিনও পলাতক রয়ে যান। তাদের পলাতক রেখেই রায় হয় ১৯৯৯ সালে। নুনু মৌলভীসহ ৭ জনের যাবজ্জীবন কারাদণ্ড হয়।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code