যুক্তরাষ্ট্রের উপকূলে চীনা যুদ্ধজাহাজ

প্রকাশিত: ২:১৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩, ২০১৫

যুক্তরাষ্ট্রের উপকূলে চীনা যুদ্ধজাহাজ

eca86bd9e2f914e380cf17

সুরমা মেইলঃ যুক্তরাষ্ট্রের উপকূলে চীনা যুদ্ধজাহাজ দেখা গেছে বলে দাবি করেছে মার্কিন কর্তৃপক্ষ। দেশটির আলাস্কা উপকূলে পাঁচটি জাহাজ শনাক্ত হয়েছে বলে কর্তৃপক্ষের বরাত দিয়ে বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
জাহাজ পাঁচটির মধ্যে তিনটি যুদ্ধজাহাজ। বাকি দু’টির একটি পণ্য সরবরাহকারী ও অপরটি জলে-স্থলে চলতে সক্ষম জাহাজ। শেষ খবর পাওয়া পর্যন্ত এগুলো আলেউত দ্বীপপুঞ্জের দিকে অগ্রসর হচ্ছিলো। সংবাদে বলা হয়, জাহাজগুলো যে অঞ্চলে দেখা গেছে, এর খুব কাছেই আলাস্কায় তিনদিনের সফরে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। রাজধানী অ্যানকোরেজে আন্তর্জাতিক হিমবাহ সম্মেলনে যোগ দিতে তিনি সেখানে গেছেন। মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা বলেছেন, এখনও জাহাজগুলোকে হুমকি হিসেবে দেখছে না মার্কিন যুক্তরাষ্ট্র।

এদিকে, চীনা মেরিটাইম স্টাডিজ ইনস্টিটিউটের পরিচালক পিটার ডাটোন বলেছেন, চীনা সামরিক বাহিনীর জন্য এটি একটি বড় অর্জন। ইউরেশীয় অঞ্চলে চীনা জাহাজ দেখা যাওয়া আশ্চর্যজনক কিছু নয়। তারা ভূমধ্যসাগর ও জাপান সাগরে রাশিয়ার সঙ্গে মহড়া করেছে। উত্তর সাগর রুটে তাদের আগ্রহ রয়েছে। এ কারণেই তাদেরকে আলাস্কার দিকে দেখা গেছে।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com