যুক্তরাষ্ট্রের নির্বাচনে পাঁচ বাংলাদেশির জয় লাভ

প্রকাশিত: ২:১৭ অপরাহ্ণ, নভেম্বর ৭, ২০১৫

যুক্তরাষ্ট্রের নির্বাচনে পাঁচ বাংলাদেশির জয় লাভ
jukto
সুরমা মেইলঃ যুক্তরাষ্ট্রের স্থানীয় নির্বাচনে চমক দেখিয়েছেন পাঁচ বাংলাদেশি প্রবাসী। পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের বিভিন্ন পদে তারা প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হয়েছেন। গত মঙ্গলবার গোটা দেশব্যাপী এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের সবচেয়ে বড় কাউন্সিল এলাকা ফিলাডেলফিয়ার সংলগ্ন আপার ডারবি। এই এলাকায় কাউন্সিল নির্বাচনে ডেমোক্রেট দলের প্রার্থী হয়ে প্রথম এশিয়ান আমেরিকান বাংলাদেশি বংশোদ্ভূত শেখ সিদ্দিক বিপুল ভোটে জয় লাভ করেন। তিনি তার নিকটতম রিপাবলিকান দলের প্রার্থীকে ৫৩১ ভোটের ব্যাবধানে পরাজিত করেছেন।

এছাড়াও ফিলাডেলফিয়ার মিলবর্ন এলাকায় ডেমোক্রেট দলের প্রার্থী হয়ে বাংলাদেশি বংশোদ্ভূত চার বাংলাদেশি মাহবুবুল তৈয়ব, মোহাম্মদ নুরুল হাসান ও মোহাম্মদ ইসলাম কাউন্সিলম্যান নির্বাচিত হয়েছেন। মোহাম্মদ সাজ্জাদ হোসেন পুলিশ কন্সটেবেল পদে বিপুল ভোটে জয় লাভ করেন। এই মিলবর্ন এলাকা বরাবরই বাংলাদেশিদের দখলে ছিল।

এদিকে, পাঁচ বাংলাদেশির এই বিজয়ী প্রবাসীদের মধ্যে আনন্দের বন্যা বইয়ে যাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com