সিলেট ১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:১৭ অপরাহ্ণ, নভেম্বর ৭, ২০১৫
পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের সবচেয়ে বড় কাউন্সিল এলাকা ফিলাডেলফিয়ার সংলগ্ন আপার ডারবি। এই এলাকায় কাউন্সিল নির্বাচনে ডেমোক্রেট দলের প্রার্থী হয়ে প্রথম এশিয়ান আমেরিকান বাংলাদেশি বংশোদ্ভূত শেখ সিদ্দিক বিপুল ভোটে জয় লাভ করেন। তিনি তার নিকটতম রিপাবলিকান দলের প্রার্থীকে ৫৩১ ভোটের ব্যাবধানে পরাজিত করেছেন।
এছাড়াও ফিলাডেলফিয়ার মিলবর্ন এলাকায় ডেমোক্রেট দলের প্রার্থী হয়ে বাংলাদেশি বংশোদ্ভূত চার বাংলাদেশি মাহবুবুল তৈয়ব, মোহাম্মদ নুরুল হাসান ও মোহাম্মদ ইসলাম কাউন্সিলম্যান নির্বাচিত হয়েছেন। মোহাম্মদ সাজ্জাদ হোসেন পুলিশ কন্সটেবেল পদে বিপুল ভোটে জয় লাভ করেন। এই মিলবর্ন এলাকা বরাবরই বাংলাদেশিদের দখলে ছিল।
এদিকে, পাঁচ বাংলাদেশির এই বিজয়ী প্রবাসীদের মধ্যে আনন্দের বন্যা বইয়ে যাচ্ছে।
Design and developed by ওয়েব হোম বিডি