সিলেট ১৩ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৮শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:০৯ অপরাহ্ণ, এপ্রিল ২৩, ২০১৬
আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের ওহাইওতে মাথায় গুলি করে একই পরিবারের আটজনকে হত্যা করা হয়েছে। নিহতদের মধ্যে একটি কিশোর রয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম। স্থানীয় সময় শুক্রবার (২২ এপ্রিল) গুলির এ ঘটনায় সন্দেহভাজন এক বন্দুকধারীকে খুঁজছে পুলিশ।পূর্বাঞ্চলীয় সিনসিনাতি থেকে ১৩০ কিলোমিটার দূরে পিক কাউন্টির প্রত্যন্ত আপ্পালাচিয়ান মাউন্টেন এলাকার এ ঘটনা ঘটে। পুলিশ জানায়- নিহতরা সবাই স্থানীয় রডেন পরিবারের সদস্য। উদ্দেশ্যমূলকভাবে তাদের হত্যা করা হয়েছে। নিহতদের কয়েকজনের মরদেহ বিছানায় থাকায় তাদের ঘুমন্ত অবস্থায় গুলি করে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে ঘটনাটি আত্মহত্যা নয় বলেও নিশ্চিত করেছে পুলিশ। পেনিনসালভানিয়ায় রিপাবলিকান দলের পক্ষে প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়া ওহিও গর্ভনর জন কাসিচ বলেন, দফতর থেকে এ বিষয়ে সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে।
Design and developed by ওয়েব হোম বিডি