যুক্তরাষ্ট্রে দুর্বৃত্তদের গুলিতে সিলেটের যুবক নিহত

প্রকাশিত: ৭:৩০ অপরাহ্ণ, মে ২৭, ২০২৫

যুক্তরাষ্ট্রে দুর্বৃত্তদের গুলিতে সিলেটের যুবক নিহত

সুরমামেইল ডেস্ক :
যুক্তরাষ্ট্রের জারিকা শহর দুর্বৃত্তদের গুলিতে নিহত হন সিলেটের ইফাজ আহমদ (২৭)। সোমবার (২৬ মে) যুক্তরাষ্ট্র সময় রাত ৮টায় জারিকা শহরের একটি সড়কে এ ঘটনা ঘটে।

 

নিহত ইফাজ আহমদ সিলেটের বিশ্বনাথ উপজলার রামপাশা ইউনিয়নর দোহাল গ্রামের শফিক আলীর ছেলে। নিহতের বাসায় শোকের মাতম চলছে।

 

মঙ্গলবার (২৭ মে) সকালে যুক্তরাষ্ট্রে নিহত ইফাজ আহমদের দাফন সম্পন্ন হয়েছে।

 

বাংলাদেশে থাকা নিহত ইফাজ আহমদের মামা শানুর মিয়া বলেন, যুক্তরাষ্ট্রে ইফাজ আহমদ স্নাতক পাশ করে একটি প্রাইভেট কোম্পাানিতে কাজ করে আসছিল। তার বড় স্বপ্ন ছিল সেখানে নতুন একটি বাসা ক্রয় করা। তার স্বপ্ন পূরণ হলো না। দুর্বত্তদের গুলিতে তার প্রাণ হারাতে হল। ইফাজ আহমদর পিতা-মাতাসহ পরিবারর সবাই মার্কিন যুক্তরাষ্ট্রে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছেন।

 

তিনি জানান, যুক্তরাষ্ট্রে জারিকা এলাকায় বাঙালি পাড়ায় দুটি গাড়ির সংঘর্ষের ঘটনা ঘটে। এতে জরিমানার টাকা নিয়ে ওই দুই গাড়ির চালকের মধ্যে বিবাদ সৃষ্টি হয়। পরে দুটি পক্ষের মধ্যে বড় ধরনের সংঘর্ষের রুপ নেয়। এতে গুলিবদ্ধ হয়ে ইফাজ আহমদ নিহত হয়। মঙ্গলবার বাংলাদশ সময় সকাল ৯টায় নিহতের জানাজার নামাজ শেষে সেখানে দাফন সম্পন্ন হয়।

 

(সুরমামেইল/এমএকে)


সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com