যুক্তরাষ্ট্রে প্রথম নারী সেনা কর্মকর্তা নিয়োগ

প্রকাশিত: ১:৪৪ অপরাহ্ণ, মে ২, ২০১৬

যুক্তরাষ্ট্রে প্রথম নারী সেনা কর্মকর্তা নিয়োগ

Untitled-1আন্তর্জাতিক ডেস্ক : প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীতে একজন নারীকে পদাতিক সেনা কর্মকর্তা হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। ওই নারী সেনা কর্মকর্তার নাম, ক্রিস্টেন গ্রিয়েস্ট। গত বছর গ্রিয়েস্ট ও আরও এক নারী এলিট রেঞ্জার্স ইউনিটে প্রবেশের জন্য সেনাবাহিনীর কঠোর প্রশিক্ষণ কোর্স স¤পন্ন করেন। পদাতিক ও সাঁজোয়া বাহিনীকে সরাসরি যুদ্ধে অংশ নিতে হয়। ২০১৫ সালের মাঝামাঝি প্রকাশিত এক প্রতিবেদনে ইরাক ও আফগানিস্তানে মোতায়েন করা সেনাসদস্যের শতকরা ১২ ভাগই নারী। সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, ওই দুই দেশে যুদ্ধরত সেনাবাহিনীর ২ শতাংশ নিহত হয়েছে। সম্প্রতি, সশস্ত্র বাহিনীতে লিঙ্গ বৈষম্য দূর করতে গেল বছর সেনাবাহিনীর সব বিভাগে নারীদের অংশগ্রহণের ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com