যুদ্ধাপরাধী বড়লেখার দুই আসামী কারাগারে

প্রকাশিত: ৩:৫৮ অপরাহ্ণ, মার্চ ২, ২০১৬

যুদ্ধাপরাধী বড়লেখার দুই আসামী কারাগারে

moulovi bazar
সুরমা মেইল নিউজ : মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেফতারকৃত মৌলভীবাজারের বড়লেখা উপজেলার আব্দুল মান্নান মনাই মিয়া (৬৪) ও আব্দুল আজিজ হাবুলকে (৬৩) কারাগারে পাঠিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। এ মামলার তিন আসামির মধ্যে আব্দুল মতিন (৬১) পলাতক আছেন।

বুধবার (০২ মার্চ) গ্রেফতারকৃত মনাই ও হাবুলকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। শুনানি শেষে তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারপতি শাহিনুর ইসলাম ও বিচারপতি মোহাম্মদ সোহরাওয়ার্দীর সমন্বয়ে দুই সদস্যের ট্রাইব্যুনাল। আগামী ৩ মে আসামিদের বিরুদ্ধে তদন্তের অগ্রগতি প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।

মঙ্গলবার (০১ মার্চ) প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে তিনজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল। এর পর পরই উপজেলার পাখিয়ালা ও শাহবাজপুর গ্রামে নিজ নিজ বাড়ি থেকে মনাই ও হাবুলকে গ্রেফতার করে বড়লেখা থানা পুলিশ। গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন জানান প্রসিকিউটর সাবিনা ইয়াসমিন মুন্নী।

তিনি ট্রাইব্যুনালকে বলেন, আসামি তিনজনের বিরুদ্ধে ধর্ষণ, অপহরণ, লুট, অগ্নিসংযোগসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগ পাওয়া গেছে। আসামিরা এলাকার প্রভাবশালী। ফলে নানাভাবে তারা তদন্তকাজে বিঘœ ঘটানোর চেষ্টা করছেন। তাছাড়া আসামিদের এলাকাটি সীমান্তবর্তী হওয়ায় যেকোনো সময় পালিয়ে যেতে পারেন। তাই মামলার তদন্তের স্বার্থেই আসামিদের গ্রেফতার করা প্রয়োজন।

আসামিদের মধ্যে দু’জন আব্দুল আজিজ হাবুল ও আব্দুল মতিন সম্পর্কে সহোদর। তারা একাত্তরে ছাত্রলীগ করতেন। মুক্তিযুদ্ধ শুরু হলে এ দুই সহোদর মুক্তিযুদ্ধের প্রশিক্ষণ নিতে ভারতের বারপুঞ্জিতে যান। কিন্তু প্রশিক্ষণরত অবস্থায় তারা পালিয়ে এসে রাজাকার বাহিনীতে যোগ দেন। অপর আসামি আব্দুল মান্নান একাত্তরে স্থানীয় মুসলীম লীগের নেতা ছিলেন।

২০১৪ সালের ১০ অক্টোবর থেকে এ মামলার তদন্ত করছেন তদন্ত কর্মকর্তা শাহজাহান কবির।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com