সিলেট ১২ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:২৫ পূর্বাহ্ণ, জানুয়ারি ১১, ২০২৫
সুরমামেইল ডেস্ক :
চিত্রনায়িকা নিপুণ আক্তারকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বৈদেশিক যাত্রা থেকে ফিরিয়ে দিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
শুক্রবার (১০ জানুয়ারি) সকালে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে যুক্তরাজ্যে যাওয়ার জন্য তিনি বিমানবন্দরে পৌঁছান। কিন্তু সেখানে গোয়েন্দা সংস্থার আপত্তিতে তাকে আটকে দেওয়া হয় এবং পরে তাকে অভিবাসন পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
এ বিষয়ে সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, নিপুণের বিরুদ্ধে সিলেট পুলিশ স্টেশন বা কোথাও কোনো মামলা নেই, তবে তাকে বৈদেশিক যাত্রা থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে। এরপর তাকে আবার সড়কপথে ঢাকা ফিরে যাওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়।
সিলেট ওসমানী বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ জানান, নিপুণ শুক্রবার সকালে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সিলেট বিমানবন্দরে ইমিগ্রেশন কর্তৃপক্ষের মাধ্যমে লন্ডনে যাওয়ার চেষ্টা করেন, কিন্তু গোয়েন্দা সংস্থার আপত্তির কারণে তাকে ফিরিয়ে দেওয়া হয়।
এদিকে, নিপুণ বলেন, এই খবর সঠিক নয়, আমি বনানীতে বাসায় আছি। এসব সব ভুয়া খবর, আমি এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না।
এছাড়া, বিমানবন্দরের সূত্র জানিয়েছে, নিপুণের পাসপোর্টে নামটি ছিল নাসরিন আক্তার, যা তার পরিচয়ের সঙ্গে মিলছিল না। তবে সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।
এই ঘটনাটি কিছুটা রহস্যজনক হলেও, নিপুণের পক্ষ থেকে কোনো স্পষ্ট বক্তব্য এখনও পাওয়া যায়নি, এবং তিনি এর বেশি কিছু বলতে চাননি।
(সুরমামেইল/এফএ)
উপদেষ্টা খালেদুল ইসলাম কোহিনুর
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি