সিলেট ১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:২৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৬, ২০১৬
বিনোদন ডেস্ক : বলিউডের নারীকেন্দ্রিক সিনেমার পরিচিত মুখ তিনি। বড় পর্দার বাইরেও নারীর অধিকার, সম্মান নিয়ে কথা বলেন তিনি। বলছি বলিউডের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা বালানের কথা।
এবার তিনি জানিয়েছেন, মেয়েদের সম্মান কখনো তার পোশাকের মাপে বিচার হতে পারে না। সম্প্রতি ‘ইয়ুথ ফর ইউনিটি’ নামক এক সমাবেশে তরুণদের উদ্দেশে এ কথা বলেন জাতীয় পুরস্কারজয়ী অভিনেত্রী বিদ্যা।
ভারতজুড়ে নারী নিগ্রহের ঘটনা বাড়ছে। বাড়ছে মেয়েদের সম্মানহানিও। এ প্রসঙ্গে বিদ্যা বলেন, ‘নারীদের সম্মান করা মনের ব্যাপার। মেয়েরা যা খুশি তা পরতে পারে। যে কোনো পেশায় আসতে পারে। তাতে কিছু আসে যায় না। মহিলাদের সম্মান কখনো তাদের পোশাকের মাপ হতে পারে না।’
এ সময় তিনি ডার্টি পিকচার সিনেমার উদাহরণ টেনে জানান, চরিত্রের প্রয়োজনে এ ছবিতে খোলামেলা পোশাকে বিদ্যাকে দেখা গেছে। একইসঙ্গে ইভ টিজিংয়ের ঘটনা রুখতে মেয়েদের আরো সাহসী হতে বলেন এ অভিনেত্রী। যখন যেখানে সম্মানহানির ঘটনা ঘটছে, সেখানেই প্রতিরোধ গড়ে তোলার পরামর্শ দেন তিনি।
Design and developed by ওয়েব হোম বিডি