রংমহল টাওয়ার ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন

প্রকাশিত: ১২:৫৬ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২, ২০২৫

রংমহল টাওয়ার ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন

সিলেট :
সিলেট রংমহল টাওয়ার ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক (২০২৫-২০২৭) নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। শনিবার (১ ফেব্রুয়ারি) রংমহল টাওয়ারের নিজস্ব কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

 

নির্বাচন বোর্ড চেয়ারম্যান আগা ফয়েজ উল্লাহ দৌলত, সদস্য সচিব মঞ্জুর আহমদ চৌধুরী এবং পোলিং অফিসার এ.কে. কামাল হোসেন ও সৌমিক চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। এতে সুলতান আহমদ খান সভাপতি এবং খালেদ আহমদ সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন।

 

কমিটির অন্যান্য নির্বাচিত সদস্যরা হলেন- সহ সভাপতি মো. আব্দুল গফুর, সহ সাধারণ সম্পাদক মো. মাসুম আল মাহদী, সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল মুক্তাদির ফাহাদ, অর্থ সম্পাদক কামরুল ইসলাম, দপ্তর সম্পাদক মো. ফয়জুল হাসান খাঁন, প্রচার সম্পাদক ময়নুল হক, ক্রীড়া ও সমাজ কল্যাণ সম্পাদক আব্দুল গফুর প্রধান, কার্যকরি সদস্য লায়েক আহমদ, মো. মোশাররফ হোসেন, মো. কামাল আহমদ, সাকিল হোসেন।

 

নির্বাচনে মোট ১০টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ২৬ জন প্রার্থী। এর মধ্যে ১১ জন প্রার্থী বিজয়ী হয়েছেন। নির্বাচন শেষে বিজয়ীদের অভিনন্দন জানিয়ে ব্যবসায়ী সমিতির সদস্যরা আশা প্রকাশ করেন, নতুন কমিটি ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ এবং সমিতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

 

(সুরমামেইল/সংবাদবিজ্ঞপ্তি)


সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com