রনবীরের পাওয়া সেরা উপহার বার্থডে সেক্স!

প্রকাশিত: ১:৫৪ অপরাহ্ণ, অক্টোবর ২৪, ২০১৫

রনবীরের পাওয়া সেরা উপহার বার্থডে সেক্স!
ranbir
সুরমা মেইলঃ রনবীর সিংকে ঠোঁটকাটা বলেই বলিউড পাড়ার সবাই জানে। বিভিন্ন সময়ে মুখরোচক মন্তব্য করে আলোচনায় থাকেন রনবীর।
সম্প্রতি রনবীর তার জন্মদিনে পাওয়া সেরা উপহার নিয়ে মন্তব্য করে আরেকবার আলোচনায় আসলেন। এক সাক্ষাৎকারে রনবীর জানিয়ে দিলেন জন্মদিনে পাওয়া তার শ্রেষ্ঠ উপহার হচ্ছে বার্থডে সেক্স।
কিছুদিন আগেই রণবীর সিংকে দেখা গিয়েছিল ‘ভোগ’ পত্রিকার এক কভার স্যুটে। দীপিকা পাড়ুকোনের সঙ্গে সেই ‘হট’ ফটোস্যুট রীতিমতো হইচই ফেলে দিয়েছিল সোশ্যাল মিডিয়ায়।
সাক্ষাৎকারে প্রশ্ন করা হলো রনবীরের সেরা জন্মদিনের উপহার কী?
একটু ভেবে রনবীর এমনই এক উত্তর দিলেন যার জন্য প্রস্তুত ছিল না কেউ।
তিনি বললেন, একটা গাড়ি, একটা ভিনটেজ ঘড়ি, না এসব কিছু নয়। বার্থডে সেক্সই আমার পাওয়া সেরা জন্মদিনের উপহার।
সংবাদটি শেয়ার করুন
  •  

লাইক দিয়ে পাশে থাকুন

 

আমাদের ভিজিটর
Flag Counter

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com